সড়ক দুর্ঘটনায় ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়ালের মৃত্যুর পর অনির্দিষ্টকালের জন্য ব্যান্ডের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে অড সিগনেচার।
আজ রোববার সকালে এক ফেসবুক পোস্টে ব্যান্ডের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে অড সিগনেচার। ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশের কথা ছিল, সেটিও আটকে গেল। আপাতত নতুন কোনো শোতেও পাওয়া যাবে না অড সিগনেচারকে।
গতকাল শনিবার সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে ভোরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পিয়াল। ব্যান্ডের সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চালক আবদুস সালামও মারা গেছেন। ব্যান্ডের বাকি সদস্যেরা আহত হয়েছেন।
ভাগ্যক্রমে এ দুর্ঘটনার সময় ব্যান্ডের সঙ্গে ছিলেন না ভোকালিস্ট মুনতাসির রাকিব ও বেইজ গিটারিস্ট তাহমিদ। এ বিষয়ে ভোকালিস্ট মোনতাসির রাকিব ফেসবুকে লিখেছেন, ‘আমি আল্লাহর কৃপায় শারীরিকভাবে সুস্থ আছি। আমি ভাগ্যবশত ওই শোতে এটেন্ড করার কথা ছিল না। তাহমিদ (বেইজ গিটারিস্ট) পরীক্ষার জন্য ওই গাড়িতে না উঠে পরে ফ্লাইটে যাওয়ার পরিকল্পনা করেছিল। তাই সেও ওই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।’
ব্যান্ডের সদস্যের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে রাকিব আরও লিখেছেন, ‘বাকিদের অবস্থা যদি বলি, আকিবের (ড্রামার) কয়েকটা হাড্ডি ভেঙে যায়, তবে আশা করা যাচ্ছে দ্রুত সেরে যাবে। তবে অত দ্রুতও না। সাকিনের (গিটারিস্ট) পা এবং মাথায় হালকা ব্যথা। আর পায়ে প্লাস্টার করা আছে আপাতত। অমিতাবের (কিবোর্ডিস্ট, গিটারিস্ট) অবস্থা তার ডান হাতের কবজি মচকানো। প্লাস্টার করা আছে। দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা আছে।’
পিয়ালের জন্য দোয়া চেয়ে রাকিব সবশেষ লিখেছেন, ‘যারা উক্ত ঘটনায় বেঁচে ফিরেছে, তাদের শারীরিক অবস্থা উন্নতির পথে গেলেও মানসিকভাবে সবাই বিপর্যস্ত। ভালো থাকবেন সবাই। পিয়ালের জন্য দোয়া করবেন।’
গতকাল দুপুরে পিয়ালের মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ গায়কের অকালপ্রয়াণে শিরোনামহীন, অ্যাশেজ, শূন্যসহ বেশ কয়েকটি ব্যান্ড শোক জানিয়েছে।
২০১৭ সালে যাত্রা করেছে অড সিগনেচার, বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির বেশ জনপ্রিয়তা রয়েছে। এই ব্যান্ডের ‘আমার দেহখান’ গানটি অড সিগনেচার ব্যান্ডের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও ফেরে। মুনতাসির রাকিবের লেখা গানটি গেয়েছেন পিয়াল।
২০১৯ সালে ব্যান্ডটির প্রথম গান ‘ঘুম’ প্রকাশিত হয়েছে। এর বাইরে ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।
সড়ক দুর্ঘটনায় ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়ালের মৃত্যুর পর অনির্দিষ্টকালের জন্য ব্যান্ডের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে অড সিগনেচার।
আজ রোববার সকালে এক ফেসবুক পোস্টে ব্যান্ডের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে অড সিগনেচার। ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশের কথা ছিল, সেটিও আটকে গেল। আপাতত নতুন কোনো শোতেও পাওয়া যাবে না অড সিগনেচারকে।
গতকাল শনিবার সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে ভোরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পিয়াল। ব্যান্ডের সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চালক আবদুস সালামও মারা গেছেন। ব্যান্ডের বাকি সদস্যেরা আহত হয়েছেন।
ভাগ্যক্রমে এ দুর্ঘটনার সময় ব্যান্ডের সঙ্গে ছিলেন না ভোকালিস্ট মুনতাসির রাকিব ও বেইজ গিটারিস্ট তাহমিদ। এ বিষয়ে ভোকালিস্ট মোনতাসির রাকিব ফেসবুকে লিখেছেন, ‘আমি আল্লাহর কৃপায় শারীরিকভাবে সুস্থ আছি। আমি ভাগ্যবশত ওই শোতে এটেন্ড করার কথা ছিল না। তাহমিদ (বেইজ গিটারিস্ট) পরীক্ষার জন্য ওই গাড়িতে না উঠে পরে ফ্লাইটে যাওয়ার পরিকল্পনা করেছিল। তাই সেও ওই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।’
ব্যান্ডের সদস্যের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে রাকিব আরও লিখেছেন, ‘বাকিদের অবস্থা যদি বলি, আকিবের (ড্রামার) কয়েকটা হাড্ডি ভেঙে যায়, তবে আশা করা যাচ্ছে দ্রুত সেরে যাবে। তবে অত দ্রুতও না। সাকিনের (গিটারিস্ট) পা এবং মাথায় হালকা ব্যথা। আর পায়ে প্লাস্টার করা আছে আপাতত। অমিতাবের (কিবোর্ডিস্ট, গিটারিস্ট) অবস্থা তার ডান হাতের কবজি মচকানো। প্লাস্টার করা আছে। দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা আছে।’
পিয়ালের জন্য দোয়া চেয়ে রাকিব সবশেষ লিখেছেন, ‘যারা উক্ত ঘটনায় বেঁচে ফিরেছে, তাদের শারীরিক অবস্থা উন্নতির পথে গেলেও মানসিকভাবে সবাই বিপর্যস্ত। ভালো থাকবেন সবাই। পিয়ালের জন্য দোয়া করবেন।’
গতকাল দুপুরে পিয়ালের মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ গায়কের অকালপ্রয়াণে শিরোনামহীন, অ্যাশেজ, শূন্যসহ বেশ কয়েকটি ব্যান্ড শোক জানিয়েছে।
২০১৭ সালে যাত্রা করেছে অড সিগনেচার, বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির বেশ জনপ্রিয়তা রয়েছে। এই ব্যান্ডের ‘আমার দেহখান’ গানটি অড সিগনেচার ব্যান্ডের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও ফেরে। মুনতাসির রাকিবের লেখা গানটি গেয়েছেন পিয়াল।
২০১৯ সালে ব্যান্ডটির প্রথম গান ‘ঘুম’ প্রকাশিত হয়েছে। এর বাইরে ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৩ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৮ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১১ ঘণ্টা আগে