‘বিশ্বকাপের আগ পর্যন্ত তাইজুল-নাসুমের আসা-যাওয়া চলবে’
গত কয়েক সিরিজে ধরে তাইজুল ইসলাম ও নাসুম আহমেদকে অদলবদল করে খেলাচ্ছেন চণ্ডিকা হাথুরুসিংহে। এক সিরিজ তাইজুল খেলেন তো পরের সিরিজ নাসুম। বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে জানালেন, বিশ্বকাপের আগ পর্যন্ত এ দুই বাঁহাতি স্পিনারের এমন আসা-যাওয়া চলতে