Ajker Patrika

রোনালদোদের সঙ্গে ঝামেলায় বরখাস্ত আল-নাসর কোচ

রোনালদোদের সঙ্গে ঝামেলায় বরখাস্ত আল-নাসর কোচ

কোচদের চাকরি হারানো এখন হয়ে গেছে নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রতিদিনই কারও না কারও বরখাস্ত হওয়ার খবর শোনা যায়। এক বছর হতে না হতেই এবার চাকরি হারালেন আল-নাসরের কোচ রুডি গার্সিয়া।

রুডি গার্সিয়ার বরখাস্ত হওয়ার কথা জানিয়েছে মার্কা। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আল-নাসরের ড্রেসিংরুমের সঙ্গে সম্পর্ক খারাপ থাকায় চাকরিচ্যুত করা হয়েছে গার্সিয়াকে। কোচের কৌশলও বরখাস্তের কারণ হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যম। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে এখনও সাত ম্যাচ বাকি রয়েছে আল-নাসরের।

গত বছরের ১ জুলাই আল-নাসরের কোচের দায়িত্ব পেয়েছিলেন গার্সিয়া। গত ১০ মাসে তাঁর অধীনে আল-নাসর খেলেছে ২৬ ম্যাচ। ২৬ ম্যাচে জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৫ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। যেখানে এ বছরের জানুয়ারিতে আল-ইত্তিহাদের কাছে হেরে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় আল-নাসর। আর সৌদি প্রো লিগে দ্বিতীয় স্থানে আছে আল-নাসর। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট সৌদির এই ক্লাবের। যেখানে আল-ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত