লটারিতে ২৫ কোটি রুপি পেয়েও অনুপের জীবন ‘দুর্বিষহ’
দুই মাস আগেও তাঁর জীবনটা এমন ছিল না। আর দশজন সাধারণ মানুষের মতোই নির্বিঘ্ন ছিল। কিন্তু দুই মাসের আগের ছোট্ট একটি ঘটনা তাঁর জীবন এভাবে বদলে দেব, তিনি তা কল্পনাও করেননি। ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা অনুপ বি বলেছেন, দুই মাস আগে তিনি একটি লটারি জিতেছিলেন।