ভারতের কেরালায় ভিজিঞ্জামে আদানি গ্রুপের বন্দর নির্মাণের বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছেছে। অভিযোগ উঠেছে পুলিশের ওপর হামলার। এই হামলায় ৪০ জন পুলিশসহ বেশ কয়েকজন স্থানীয় আহত হয়েছেন। আর তাই বেআইনি সমাবেশ, দাঙ্গা করা এবং দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র করায় ৩ হাজারেরও বেশি মানুষকে আসামি করে মামলা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে, কেরালার রাজধানী থিরুবনন্তপুরম থেকে ২০ কিলোমিটার দূরের ভিজিঞ্জাম পুলিশ স্টেশনে হামলা চালায় আদানি গ্রুপের নির্মিত বন্দরের প্রতিবাদকারী জনতা। সেই হামলায় ৩৯ জন পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলার পরপরই পুলিশ শনাক্তযোগ্য ৩ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। আসামিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, প্রতিবাদকারীরা গত শনিবার আদানি গ্রুপের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বন্দরে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকগুলোকে অবরুদ্ধ করেছিল। এর আগে, আদালতের স্থগিতাদেশ থাকায় বন্দরের নির্মাণকাজ বন্ধ ছিল। পরে গত সপ্তাহে আদালতের নির্দেশে ৯০০ মিলিয়ন ডলারের প্রকল্পটি নির্মাণের কাজ পুনরায় শুরু হয়।
গত তিন মাস ধরে নির্মাণকাজ বন্ধ ছিল। স্থানীয় ক্যাথলিক যাজকদের নেতৃত্বে এই বন্দরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন স্থানীয়রা। তাদের দাবি, বন্দরের কাজ উপকূলীয় ক্ষয় সৃষ্টি করছে এবং তাদের জীবিকা থেকে বঞ্চিত করছে।
মামলায় ত্রিবান্ডুমের ল্যাটিন আর্চবিশপসহ স্থানীয় জেলে সম্প্রদায় এবং পুরোহিতসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যার চেষ্টা, দাঙ্গা, অনুপ্রবেশ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলায়, অন্তত ১৫ জন ক্যাথলিক পাদ্রীসহ অন্তত ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বন্দর নির্মাণের বিরোধীকারী এবং পুলিশের মধ্যে সহিংসতায় ৪০ জন পুলিশ কর্মী এবং অসংখ্য স্থানীয় লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা গত শনিবার একটি মামলায় একজন অভিযুক্ত এবং অন্যান্য সন্দেহভাজন, লিও স্ট্যানলি, মুথাপ্পান, পুষ্পরাজ ও শানকি নামে আটক বেশ কয়েকজনের মুক্তি দাবি করছিল। মামলার প্রাথমিক এজাহারে বলা হয়েছে, এই হামলায় প্রায় ৮৫ লাখ রুপির ক্ষতি হয়েছে।
ভারতের কেরালায় ভিজিঞ্জামে আদানি গ্রুপের বন্দর নির্মাণের বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছেছে। অভিযোগ উঠেছে পুলিশের ওপর হামলার। এই হামলায় ৪০ জন পুলিশসহ বেশ কয়েকজন স্থানীয় আহত হয়েছেন। আর তাই বেআইনি সমাবেশ, দাঙ্গা করা এবং দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র করায় ৩ হাজারেরও বেশি মানুষকে আসামি করে মামলা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে, কেরালার রাজধানী থিরুবনন্তপুরম থেকে ২০ কিলোমিটার দূরের ভিজিঞ্জাম পুলিশ স্টেশনে হামলা চালায় আদানি গ্রুপের নির্মিত বন্দরের প্রতিবাদকারী জনতা। সেই হামলায় ৩৯ জন পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলার পরপরই পুলিশ শনাক্তযোগ্য ৩ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। আসামিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, প্রতিবাদকারীরা গত শনিবার আদানি গ্রুপের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বন্দরে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকগুলোকে অবরুদ্ধ করেছিল। এর আগে, আদালতের স্থগিতাদেশ থাকায় বন্দরের নির্মাণকাজ বন্ধ ছিল। পরে গত সপ্তাহে আদালতের নির্দেশে ৯০০ মিলিয়ন ডলারের প্রকল্পটি নির্মাণের কাজ পুনরায় শুরু হয়।
গত তিন মাস ধরে নির্মাণকাজ বন্ধ ছিল। স্থানীয় ক্যাথলিক যাজকদের নেতৃত্বে এই বন্দরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন স্থানীয়রা। তাদের দাবি, বন্দরের কাজ উপকূলীয় ক্ষয় সৃষ্টি করছে এবং তাদের জীবিকা থেকে বঞ্চিত করছে।
মামলায় ত্রিবান্ডুমের ল্যাটিন আর্চবিশপসহ স্থানীয় জেলে সম্প্রদায় এবং পুরোহিতসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যার চেষ্টা, দাঙ্গা, অনুপ্রবেশ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলায়, অন্তত ১৫ জন ক্যাথলিক পাদ্রীসহ অন্তত ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বন্দর নির্মাণের বিরোধীকারী এবং পুলিশের মধ্যে সহিংসতায় ৪০ জন পুলিশ কর্মী এবং অসংখ্য স্থানীয় লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা গত শনিবার একটি মামলায় একজন অভিযুক্ত এবং অন্যান্য সন্দেহভাজন, লিও স্ট্যানলি, মুথাপ্পান, পুষ্পরাজ ও শানকি নামে আটক বেশ কয়েকজনের মুক্তি দাবি করছিল। মামলার প্রাথমিক এজাহারে বলা হয়েছে, এই হামলায় প্রায় ৮৫ লাখ রুপির ক্ষতি হয়েছে।
২০০০ সালের ১০ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে ব্যারেন্টস সাগরে সামরিক কৌশল অনুশীলনে অংশ নিতে বন্দর ছেড়ে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’। দুই দিন পর অর্থাৎ ১২ আগস্ট সেটির একটি অনুশীলন টর্পেডো ছোড়ার কথা ছিল। কিন্তু টর্পেডোটি ছোড়ার আগেই সাগরের তলদেশে হারিয়ে যায় সাবমেরিনটি। পরে এর ১১৮ জন ক্রুকেই
৪ মিনিট আগেইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
২ ঘণ্টা আগে