পরা যাবে, খাওয়াও যাবে এই শাড়ি
ধরুন, আপনার খুব খিদে পেয়েছে। কামড়ে আঁচলটা খেয়ে নিলেন। পেট ভরল। ভরে গেল মনও। এমনও সম্ভব। সেটাই করে দেখিয়েছেন ভারতের কেরালার শিল্পী আনা এলিজাবেথ জর্জ। বানিয়ে ফেলেছেন এমন এক শাড়ি, যা শুধু পরা যাবে না খাওয়াও যাবে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং আনন্দবাজারের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।