ভাই দিবসে ছোট ভাইকে শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলেন কৃষ্ণপ্রিয়া। সেই অনুশোচনায় পরে ভাই কৃষ্ণপ্রসাদকে উদ্দেশ্য করে ৪৩৪ মিটার লম্বা চিঠি লিখেছেন তিনি। চিঠিটির ওজন দাঁড়িয়েছে ৫ কেজিরও বেশি। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট।
গত ২৪ মে ছিল ভাই দিবস। এ দিন ভাইকে শুভেচ্ছা জানাতে ভুলে যান কৃষ্ণপ্রিয়া। সন্ধ্যায় মনে পড়লে তৎক্ষণাৎ ফোন করেন ভাইয়ের মোবাইল ফোনে। কিন্তু সেটি বন্ধ পান। চেষ্টা করেন হোয়াটস অ্যাপে কল করার। সেখানেও ব্যর্থ হোন। বুঝতে পারেন, ভাই তাঁর ওপর রাগ করে সব নম্বর থেকে ব্লক করে দিয়েছে। তখন তাঁর মনে অনুশোচনা ভর করে, কেন সময়মতো শুভেচ্ছা জানালেন না। এরপরই সিদ্ধান্ত নেন, চিঠি লিখবেন। সঙ্গে সঙ্গে কাগজ কলম নিয়ে বসে যান চিঠি লিখতে।
কৃষ্ণপ্রিয়া বলেন, ‘প্রথমে আমি এ-ফোর কাগজে লিখতে শুরু করেছিলাম। পরে বুঝলাম, আমার অনেক কিছু বলার আছে, এই ছোট কাগজে হবে না। বড় কাগজ দরকার। পরে বাজারে গেলাম লম্বা কাগজ কিনতে। কিন্তু দোকানি জানায়, লম্বা কাগজ নেই, তবে বিল করার রোল কাগজ রয়েছে।’
সেই রোল কাজেরই ১৪টি শিট কিনে নেন কৃষ্ণপ্রিয়া। তারপর বাসায় ফিরে লিখতে শুরু করেন। তিনি বলেন, ‘চিঠিটি শেষ করতে ১২ ঘণ্টা সময় লেগেছে। ওজন হয়েছে ৫ কেজির বেশি।’
কৃষ্ণপ্রসাদ বলেন, ‘আমি খুব কষ্ট পেয়েছি যখন দেখলাম, সে আমাকে ভাই দিবসের শুভেচ্ছা জানাচ্ছে না। আমি ওই দিন তাঁকে ফোনও করেছিলাম। কিন্তু সে ব্যস্ত থাকায় ঠিকমতো কথাই বলেনি। পরে আমি তার নম্বর ব্লক করি।’
কিন্তু তাঁর রাগের পরিণাম এমন ভালোবাসা বয়ে আনবে তা কল্পনাও করেননি। কৃষ্ণপ্রসাদ বলেন, ‘কুরিয়ারে একটা পার্সেল এসেছিল। আমি ভেবেছিলাম, জন্মদিনের কোনো উপহার হবে হয়তো। পরে পার্সেল খুলে বিস্মিত হই। আবেগে আমার চোখে পানি চলে আসে।’
একুশ বছর বয়সী কৃষ্ণপ্রসাদ প্রকৌশলী হিসেবে কেরালায় চাকরি করেন। তাঁর সম্পর্কে বড় বোন কৃষ্ণপ্রিয়া বলেন, ‘সে আমার ৭ বছরের ছোট। তার সঙ্গে আমার সম্পর্ক মা কিংবা শিক্ষকের মতো। কিন্তু আমরা পরিবারে বেড়ে উঠেছি যমজের মতো। খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে একসঙ্গে বেড়ে উঠেছি আমরা।’
কৃষ্ণপ্রিয়ার ধারণা, এটি হতে পারে পৃথিবীর দীর্ঘতম চিঠি। তাই তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন।
ভাই দিবসে ছোট ভাইকে শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলেন কৃষ্ণপ্রিয়া। সেই অনুশোচনায় পরে ভাই কৃষ্ণপ্রসাদকে উদ্দেশ্য করে ৪৩৪ মিটার লম্বা চিঠি লিখেছেন তিনি। চিঠিটির ওজন দাঁড়িয়েছে ৫ কেজিরও বেশি। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট।
গত ২৪ মে ছিল ভাই দিবস। এ দিন ভাইকে শুভেচ্ছা জানাতে ভুলে যান কৃষ্ণপ্রিয়া। সন্ধ্যায় মনে পড়লে তৎক্ষণাৎ ফোন করেন ভাইয়ের মোবাইল ফোনে। কিন্তু সেটি বন্ধ পান। চেষ্টা করেন হোয়াটস অ্যাপে কল করার। সেখানেও ব্যর্থ হোন। বুঝতে পারেন, ভাই তাঁর ওপর রাগ করে সব নম্বর থেকে ব্লক করে দিয়েছে। তখন তাঁর মনে অনুশোচনা ভর করে, কেন সময়মতো শুভেচ্ছা জানালেন না। এরপরই সিদ্ধান্ত নেন, চিঠি লিখবেন। সঙ্গে সঙ্গে কাগজ কলম নিয়ে বসে যান চিঠি লিখতে।
কৃষ্ণপ্রিয়া বলেন, ‘প্রথমে আমি এ-ফোর কাগজে লিখতে শুরু করেছিলাম। পরে বুঝলাম, আমার অনেক কিছু বলার আছে, এই ছোট কাগজে হবে না। বড় কাগজ দরকার। পরে বাজারে গেলাম লম্বা কাগজ কিনতে। কিন্তু দোকানি জানায়, লম্বা কাগজ নেই, তবে বিল করার রোল কাগজ রয়েছে।’
সেই রোল কাজেরই ১৪টি শিট কিনে নেন কৃষ্ণপ্রিয়া। তারপর বাসায় ফিরে লিখতে শুরু করেন। তিনি বলেন, ‘চিঠিটি শেষ করতে ১২ ঘণ্টা সময় লেগেছে। ওজন হয়েছে ৫ কেজির বেশি।’
কৃষ্ণপ্রসাদ বলেন, ‘আমি খুব কষ্ট পেয়েছি যখন দেখলাম, সে আমাকে ভাই দিবসের শুভেচ্ছা জানাচ্ছে না। আমি ওই দিন তাঁকে ফোনও করেছিলাম। কিন্তু সে ব্যস্ত থাকায় ঠিকমতো কথাই বলেনি। পরে আমি তার নম্বর ব্লক করি।’
কিন্তু তাঁর রাগের পরিণাম এমন ভালোবাসা বয়ে আনবে তা কল্পনাও করেননি। কৃষ্ণপ্রসাদ বলেন, ‘কুরিয়ারে একটা পার্সেল এসেছিল। আমি ভেবেছিলাম, জন্মদিনের কোনো উপহার হবে হয়তো। পরে পার্সেল খুলে বিস্মিত হই। আবেগে আমার চোখে পানি চলে আসে।’
একুশ বছর বয়সী কৃষ্ণপ্রসাদ প্রকৌশলী হিসেবে কেরালায় চাকরি করেন। তাঁর সম্পর্কে বড় বোন কৃষ্ণপ্রিয়া বলেন, ‘সে আমার ৭ বছরের ছোট। তার সঙ্গে আমার সম্পর্ক মা কিংবা শিক্ষকের মতো। কিন্তু আমরা পরিবারে বেড়ে উঠেছি যমজের মতো। খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে একসঙ্গে বেড়ে উঠেছি আমরা।’
কৃষ্ণপ্রিয়ার ধারণা, এটি হতে পারে পৃথিবীর দীর্ঘতম চিঠি। তাই তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিক সংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে