Ajker Patrika

বিদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: ভারতে ২ জনের আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৬: ৫৯
বিদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: ভারতে ২ জনের আমৃত্যু কারাদণ্ড

লাটভিয়ার এক নারী পর্যটককে (৩৩) ধর্ষণের পর হত্যার অভিযোগে দুই ভারতীয়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত। আজ মঙ্গলবার কেরালার রাজধানী তিরুবন্তপুরমের একটি আদালত এই রায় দিয়েছে। ২০১৮ সালে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করেন ওই দুই ব্যক্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালের মার্চে ৩৩ বছরের ওই নারী তাঁর বোনের সঙ্গে ভারতের কেরালায় বেড়াতে এসেছিলেন। এর পর সে বছরের ১৪ মার্চ যে রিসোর্ট ভাড়া নিয়েছিলেন সেখান থেকে উধাও হয়ে যান। এর ৩৮ দিন পর ওই কোবালামের একটি ম্যানগ্রোভ বন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর লোকাল গাইড এবং অন্য আরেকজন মিলে তাঁকে ধর্ষণের পর হত্যা করে। 

আজ মঙ্গলবার তিরুবন্তপুরমের একটি দায়রা আদালত ধর্ষণ এবং খুনের দায়ে ওই দুজনকে দোষী সাব্যস্ত করে এবং আমৃত্যু কারাদণ্ড দেয়। ওই দুই ব্যক্তি হলেন—উমেশ এবং উদয় কুমার। 

ছয় মাস আদালত এই মামলার বিচারকাজ শুরু করে। আদালত রায়ে জানিয়েছেন, উমেশ (৩২) এবং উদয় কুমার (২৮) লাটভিয়ান ওই পর্যটককে ধর্ষণের আগে বিপুল পরিমাণ গাঁজা খাইয়েছিল। ধর্ষণের পর খুনের অভিযোগের পাশাপাশি ওই দুজনকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্টের অধীনে নিষিদ্ধ দ্রব্য বিক্রি ও অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত রায়ে বলেছেন, ‘যত দিন পর্যন্ত দুই আসামির মৃত্যু না হচ্ছে তত দিন পর্যন্ত তাঁরা কারাগারে থাকবেন।’ 

পুলিশ বলেছে—অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছে তবে অভিযুক্ত দুজন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে এবং আদালতে দোষী নয় বলে দাবি করেছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, ওই দুই বোন কেরালায় এসেছিলেন—রাজ্যটির দর্শনীয় স্থান ঘুরে দেখতে এবং আয়ুর্বেদিক চিকিৎসা নিতে। এসেই ১৪ মার্চ দুই বোনের একজন নিহত হন। এর পর ২১ এপ্রিল দুই জেলা নিখোঁজ হওয়া নারীর মরদেহ গলিত অবস্থায় খুঁজে পায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত