ভারতের কেরালায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়কেজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার কেরালার ইদুক্কি জেলার থুদুপুজার পাশের গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত দুদিন ধরেই কেরালার পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এতে আজ সোমবার ভোরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কানজারের বাসিন্দা থানকাম্মা (৮০) তাঁর স্ত্রী শাজি (৫০) তাঁদের ছেলে সোমেন (৫২) ও মেয়ে সিমা (৫০) এবং দেবানন্দসহ (৫) সব মিলিয়ে ৫ জন ভূমিধসে মারা যান।
ভারতের আবহাওয়া অধিদপ্তর আগামীকাল মঙ্গলবার রাজ্যটির কাসারাগোদ জেলা ব্যতীত সকল জেলায় ‘হলুদ সতর্কবার্তা’ জারি করার প্রয়োজন হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে। এ ছাড়া কেরালার কোট্টায়াম জেলার নেদুনকুন্নাম, কারুকাচল অঞ্চলগুলোও বন্যায় প্লাবিত হয়েছে, ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। এরই মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্গতদের সরিয়ে নিতে কাজ শুরু করে দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেরালার পাথানামথিত্তা জেলার মল্লাপল্লী তালুকে বন্যা হয়েছে। এতে মাল্লাপল্লী, অনিক্কাদ এবং থল্লিউর অঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। এ বিষয়ে জেলার তথ্য কর্মকর্তা বলেছেন, ‘মাল্লাপল্লী তালুকের কোটাঙ্গল গ্রামের বেশ কিছু বাড়ি ও দোকানে পানি ঢুকেছে।’ তিনি জানান, বন্যার পানির স্রোতে একটি গাড়ি ভেসে যাওয়ার সময় স্থানীয়রা দড়ি দিয়ে গাড়িটি গাছের সঙ্গে বেঁধে কোনো মতে তা রক্ষা করতে সক্ষম হয়।
এ ছাড়া, মালাপ্পুরম, কোঝিকোড় এবং কান্নুর জেলার পাহাড়ি অঞ্চলেও গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে অঞ্চলগুলোতে এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যায়নি। মালাপ্পুরাম জেলার ওলিপুঝা এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ বাসিন্দাদের পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করেন।
ভারতের কেরালায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়কেজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার কেরালার ইদুক্কি জেলার থুদুপুজার পাশের গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত দুদিন ধরেই কেরালার পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এতে আজ সোমবার ভোরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কানজারের বাসিন্দা থানকাম্মা (৮০) তাঁর স্ত্রী শাজি (৫০) তাঁদের ছেলে সোমেন (৫২) ও মেয়ে সিমা (৫০) এবং দেবানন্দসহ (৫) সব মিলিয়ে ৫ জন ভূমিধসে মারা যান।
ভারতের আবহাওয়া অধিদপ্তর আগামীকাল মঙ্গলবার রাজ্যটির কাসারাগোদ জেলা ব্যতীত সকল জেলায় ‘হলুদ সতর্কবার্তা’ জারি করার প্রয়োজন হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে। এ ছাড়া কেরালার কোট্টায়াম জেলার নেদুনকুন্নাম, কারুকাচল অঞ্চলগুলোও বন্যায় প্লাবিত হয়েছে, ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। এরই মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্গতদের সরিয়ে নিতে কাজ শুরু করে দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেরালার পাথানামথিত্তা জেলার মল্লাপল্লী তালুকে বন্যা হয়েছে। এতে মাল্লাপল্লী, অনিক্কাদ এবং থল্লিউর অঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। এ বিষয়ে জেলার তথ্য কর্মকর্তা বলেছেন, ‘মাল্লাপল্লী তালুকের কোটাঙ্গল গ্রামের বেশ কিছু বাড়ি ও দোকানে পানি ঢুকেছে।’ তিনি জানান, বন্যার পানির স্রোতে একটি গাড়ি ভেসে যাওয়ার সময় স্থানীয়রা দড়ি দিয়ে গাড়িটি গাছের সঙ্গে বেঁধে কোনো মতে তা রক্ষা করতে সক্ষম হয়।
এ ছাড়া, মালাপ্পুরম, কোঝিকোড় এবং কান্নুর জেলার পাহাড়ি অঞ্চলেও গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে অঞ্চলগুলোতে এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যায়নি। মালাপ্পুরাম জেলার ওলিপুঝা এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ বাসিন্দাদের পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করেন।
গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
১০ মিনিট আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৩৩ মিনিট আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৪৪ মিনিট আগেবিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
২ ঘণ্টা আগে