ভারতের কেরালায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়কেজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার কেরালার ইদুক্কি জেলার থুদুপুজার পাশের গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত দুদিন ধরেই কেরালার পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এতে আজ সোমবার ভোরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কানজারের বাসিন্দা থানকাম্মা (৮০) তাঁর স্ত্রী শাজি (৫০) তাঁদের ছেলে সোমেন (৫২) ও মেয়ে সিমা (৫০) এবং দেবানন্দসহ (৫) সব মিলিয়ে ৫ জন ভূমিধসে মারা যান।
ভারতের আবহাওয়া অধিদপ্তর আগামীকাল মঙ্গলবার রাজ্যটির কাসারাগোদ জেলা ব্যতীত সকল জেলায় ‘হলুদ সতর্কবার্তা’ জারি করার প্রয়োজন হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে। এ ছাড়া কেরালার কোট্টায়াম জেলার নেদুনকুন্নাম, কারুকাচল অঞ্চলগুলোও বন্যায় প্লাবিত হয়েছে, ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। এরই মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্গতদের সরিয়ে নিতে কাজ শুরু করে দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেরালার পাথানামথিত্তা জেলার মল্লাপল্লী তালুকে বন্যা হয়েছে। এতে মাল্লাপল্লী, অনিক্কাদ এবং থল্লিউর অঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। এ বিষয়ে জেলার তথ্য কর্মকর্তা বলেছেন, ‘মাল্লাপল্লী তালুকের কোটাঙ্গল গ্রামের বেশ কিছু বাড়ি ও দোকানে পানি ঢুকেছে।’ তিনি জানান, বন্যার পানির স্রোতে একটি গাড়ি ভেসে যাওয়ার সময় স্থানীয়রা দড়ি দিয়ে গাড়িটি গাছের সঙ্গে বেঁধে কোনো মতে তা রক্ষা করতে সক্ষম হয়।
এ ছাড়া, মালাপ্পুরম, কোঝিকোড় এবং কান্নুর জেলার পাহাড়ি অঞ্চলেও গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে অঞ্চলগুলোতে এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যায়নি। মালাপ্পুরাম জেলার ওলিপুঝা এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ বাসিন্দাদের পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করেন।
ভারতের কেরালায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়কেজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার কেরালার ইদুক্কি জেলার থুদুপুজার পাশের গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত দুদিন ধরেই কেরালার পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এতে আজ সোমবার ভোরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কানজারের বাসিন্দা থানকাম্মা (৮০) তাঁর স্ত্রী শাজি (৫০) তাঁদের ছেলে সোমেন (৫২) ও মেয়ে সিমা (৫০) এবং দেবানন্দসহ (৫) সব মিলিয়ে ৫ জন ভূমিধসে মারা যান।
ভারতের আবহাওয়া অধিদপ্তর আগামীকাল মঙ্গলবার রাজ্যটির কাসারাগোদ জেলা ব্যতীত সকল জেলায় ‘হলুদ সতর্কবার্তা’ জারি করার প্রয়োজন হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে। এ ছাড়া কেরালার কোট্টায়াম জেলার নেদুনকুন্নাম, কারুকাচল অঞ্চলগুলোও বন্যায় প্লাবিত হয়েছে, ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। এরই মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্গতদের সরিয়ে নিতে কাজ শুরু করে দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেরালার পাথানামথিত্তা জেলার মল্লাপল্লী তালুকে বন্যা হয়েছে। এতে মাল্লাপল্লী, অনিক্কাদ এবং থল্লিউর অঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। এ বিষয়ে জেলার তথ্য কর্মকর্তা বলেছেন, ‘মাল্লাপল্লী তালুকের কোটাঙ্গল গ্রামের বেশ কিছু বাড়ি ও দোকানে পানি ঢুকেছে।’ তিনি জানান, বন্যার পানির স্রোতে একটি গাড়ি ভেসে যাওয়ার সময় স্থানীয়রা দড়ি দিয়ে গাড়িটি গাছের সঙ্গে বেঁধে কোনো মতে তা রক্ষা করতে সক্ষম হয়।
এ ছাড়া, মালাপ্পুরম, কোঝিকোড় এবং কান্নুর জেলার পাহাড়ি অঞ্চলেও গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে অঞ্চলগুলোতে এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যায়নি। মালাপ্পুরাম জেলার ওলিপুঝা এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ বাসিন্দাদের পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করেন।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মার্কিন মাটি থেকে দেওয়া পারমাণবিক হুমকি ঘিরে বিশ্বরাজনীতিতে তোলপাড়। মুনির বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, প্রয়োজনে অর্ধেক বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যাব। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে।
২ ঘণ্টা আগেসিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় চাপে পাকিস্তান। এই আবহে দেশটির সাবেক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো গতকাল সোমবার সিন্ধে এক সমাবেশে বলেছেন, ‘ভারত যদি আগ্রাসন চালিয়ে যায়, তবে ছয়টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না।’ তাঁর মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দুই দেশের সম্পর্কে।
২ ঘণ্টা আগেরাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়ে কড়া অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, ভারত থেকে বাণিজ্যিক লেনদেনের অর্থ রাশিয়া ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে। এর জেরেই ভারতীয় পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কের ওপর নতুন...
২ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
৪ ঘণ্টা আগে