নাটোরে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে আহত
নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা নান্নু শেখকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মিঠুন আলী তাঁর লোকজন দিয়ে এই হামলা চালিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নান্নু শেখকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।