যশোরের মনিরামপুরের এক ইউনিয়ন যুবলীগের সভাপতিকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ওপর হামলা হয়েছে বলে দাবি স্বজনদের।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোবারকপুর গ্রামে ঘটনাটি ঘটে।
যুবলীগের নেতার নাম ইমরান খান পান্না (৪২)। তিনি মোবারকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান খানের ছেলে। ইমরান খান উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি।
এদিকে আটক দুজন হলেন একই গ্রামের শাহিন খান বাবু ও সাব্বির হোসেন।
ইমরান খানের বড় ভাই ফিরোজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮টার দিকে মশ্মিমনগরে ফুপাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন পান্না। বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠে মুখোশধারী সাত-আট জন তাঁর গাড়ি আটকায়। পরে তারা পান্নাকে রাস্তার নিচে পাটখেতে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পান্নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে তাঁর কপালের বাঁ পাশে ও ডান পায়ের হাঁটুতে কুপিয়ে জখম করেছে।’
ফিরোজ খান আরও বলেন, ‘হামলাকারীদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তবে পান্না সবাইকে চিনতে পেরেছে। জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আমাদের পুরোনো বিরোধ। সেই সূত্র ধরে পান্নার ওপর হামলা হয়েছে।’
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে দুজনকে আটক করেছে। জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’
যশোরের মনিরামপুরের এক ইউনিয়ন যুবলীগের সভাপতিকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ওপর হামলা হয়েছে বলে দাবি স্বজনদের।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোবারকপুর গ্রামে ঘটনাটি ঘটে।
যুবলীগের নেতার নাম ইমরান খান পান্না (৪২)। তিনি মোবারকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান খানের ছেলে। ইমরান খান উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি।
এদিকে আটক দুজন হলেন একই গ্রামের শাহিন খান বাবু ও সাব্বির হোসেন।
ইমরান খানের বড় ভাই ফিরোজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮টার দিকে মশ্মিমনগরে ফুপাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন পান্না। বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠে মুখোশধারী সাত-আট জন তাঁর গাড়ি আটকায়। পরে তারা পান্নাকে রাস্তার নিচে পাটখেতে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পান্নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে তাঁর কপালের বাঁ পাশে ও ডান পায়ের হাঁটুতে কুপিয়ে জখম করেছে।’
ফিরোজ খান আরও বলেন, ‘হামলাকারীদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তবে পান্না সবাইকে চিনতে পেরেছে। জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আমাদের পুরোনো বিরোধ। সেই সূত্র ধরে পান্নার ওপর হামলা হয়েছে।’
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে দুজনকে আটক করেছে। জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’
চট্টগ্রাম বন্দরের নাব্যতা বাড়াতে কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শেষ হয়েছে। এর ফলে বড় জাহাজ আর লাইটার জাহাজের চলাচল এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে। সদরঘাট থেকে বাকলিয়াচর পর্যন্ত নদীর গভীরতা বেড়েছে ৪ মিটার। ফলে জেটিতে বড় জাহাজ ভিড়তে পারছে।
৫ ঘণ্টা আগেমাদারীপুরে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) বহুতল ভবনে দীর্ঘ ছয় মাস ধরে বিদ্যুৎ-সংযোগ নেই। এদিকে প্রতিষ্ঠানটিতে রয়েছে শিক্ষকসংকট। প্রতিষ্ঠানের প্রধান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজুর রহমানের কর্মস্থল ফরিদপুর হওয়ায় তিনিও নিয়মিত মাদারীপুরে আসেন না।
৬ ঘণ্টা আগেরংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অসুস্থ গরু জবাইয়ের পর মাংস কাটতে গিয়ে আক্রান্ত হন একজন; অন্যজন অসুস্থ গরুর মাংস রান্না করতে গিয়ে আক্রান্ত হন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়ায় গত শনিবার রাতে মো. মোজাম্মেল হোসেন (৫০) নামের মাদকাসক্ত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের মো. সিরাজউদ্দিনের ছেলে।
৮ ঘণ্টা আগে