গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে পৌর যুবলীগের তিন নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলাটি দায়ের করেন আহত যুবলীগের এক নেতার স্ত্রী। এতে যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতা কর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
বিচারক বিষয়টি আমলে নিয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহার হয়েছে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন–পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আল-আমিন হাওলাদার, চাঁদশী ইউপি সদস্য মিলন হাওলাদার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য সাইমুন তালুকদার, পৌর ছাত্রলীগের কর্মী সজীব তালুকদার, পলাশ হাওলাদার, রনি শেখ, প্রিন্স শেখ, তায়েব হাওলাদার, হেলাল তালুকদারসহ অজ্ঞাত ১০ নেতা কর্মী।
মামলার বাদী এজাহারে বলেন, টরকী বন্দরে ও কসবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার ও কৃষি বিষয়ক সম্পাদক কাওছার ফকিরের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৭ সেপ্টেম্বর কাওছার ফকির, যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ইমাদ খান ও আমার স্বামী যুবলীগের সিনিয়র সদস্য রায়হান ফকির একটি মোটরসাইকেলে করে টরকী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়।
পথে মোটরসাইকেলটি কসবা আল্লাহ মসজিদ বাসস্ট্যান্ডে পৌঁছালে যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আল-আমিন হাওলাদারের নেতৃত্বে যুব ও ছাত্রলীগের ২০ থেকে ২২ জন তাদের গতিরোধ করে। এ সময় কাউন্সিলর আল-আমিন হাওলাদারের নেতৃত্বে চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে যুবলীগ নেতা কাওছার ফকির, ইমাদ খান ও আমার স্বামী রায়হান ফকিরকে উপর্যুপরি কুপিয়ে জখম করে তারা।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। অবস্থার অবনতি হলে পৌর যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ইমাদ খানকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আল-আমিন হাওলাদার বলেন, ‘এ হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার সময় আমি বন্দরে ভোলা সাহার মার্কেটে কেনাকাটা করছিলাম। রাজনৈতিকভাবে আমার ভাবমূর্তি নষ্ট ও আমাকে হয়রানির উদ্দেশ্যে একটি মহলের প্ররোচনায় আমাকে আসামি করা হয়েছে।’
গৌরনদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশাল আদালতে মামলা দায়েরের খবর শুনেছি। আদালত থেকে এখনো মামলার কপি থানায় এসে পৌঁছেনি। মামলার কপি পেলে আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের গৌরনদীতে পৌর যুবলীগের তিন নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলাটি দায়ের করেন আহত যুবলীগের এক নেতার স্ত্রী। এতে যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতা কর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
বিচারক বিষয়টি আমলে নিয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহার হয়েছে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন–পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আল-আমিন হাওলাদার, চাঁদশী ইউপি সদস্য মিলন হাওলাদার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য সাইমুন তালুকদার, পৌর ছাত্রলীগের কর্মী সজীব তালুকদার, পলাশ হাওলাদার, রনি শেখ, প্রিন্স শেখ, তায়েব হাওলাদার, হেলাল তালুকদারসহ অজ্ঞাত ১০ নেতা কর্মী।
মামলার বাদী এজাহারে বলেন, টরকী বন্দরে ও কসবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার ও কৃষি বিষয়ক সম্পাদক কাওছার ফকিরের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৭ সেপ্টেম্বর কাওছার ফকির, যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ইমাদ খান ও আমার স্বামী যুবলীগের সিনিয়র সদস্য রায়হান ফকির একটি মোটরসাইকেলে করে টরকী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়।
পথে মোটরসাইকেলটি কসবা আল্লাহ মসজিদ বাসস্ট্যান্ডে পৌঁছালে যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আল-আমিন হাওলাদারের নেতৃত্বে যুব ও ছাত্রলীগের ২০ থেকে ২২ জন তাদের গতিরোধ করে। এ সময় কাউন্সিলর আল-আমিন হাওলাদারের নেতৃত্বে চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে যুবলীগ নেতা কাওছার ফকির, ইমাদ খান ও আমার স্বামী রায়হান ফকিরকে উপর্যুপরি কুপিয়ে জখম করে তারা।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। অবস্থার অবনতি হলে পৌর যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ইমাদ খানকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আল-আমিন হাওলাদার বলেন, ‘এ হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার সময় আমি বন্দরে ভোলা সাহার মার্কেটে কেনাকাটা করছিলাম। রাজনৈতিকভাবে আমার ভাবমূর্তি নষ্ট ও আমাকে হয়রানির উদ্দেশ্যে একটি মহলের প্ররোচনায় আমাকে আসামি করা হয়েছে।’
গৌরনদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশাল আদালতে মামলা দায়েরের খবর শুনেছি। আদালত থেকে এখনো মামলার কপি থানায় এসে পৌঁছেনি। মামলার কপি পেলে আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
২ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১২ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে