Ajker Patrika

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৯: ৩৩
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

বগুড়ার শেরপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আহম্মেদকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । 

আজ শনিবার দুপুরে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত ফিরোজ আহম্মেদ (৪০) বর্তমানে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফিরোজ আহম্মেদ শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন (পূর্ব) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং রামেশ্বরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় এক জামায়াত নেতার নির্দেশে কয়েকজন ফিরোজের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাঁ পায়ের রগ কেটে দেওয়া হয়। 

পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয়। 

শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোরদার জানাচ্ছি।’ 

এ বিষয়ে গাড়ীদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সাবেক সহসভাপতি তবিবুর রহমান বলেন, ‘বিরোধ নিষ্পত্তির জন্য সকালে আব্দুল করিমের তিন সহোদর নিজেদের জমি মাপ দিচ্ছিল। একপর্যায়ে তাদের মধ্যে কলহ শুরু হলে ঘটনাস্থলে উপস্থিত ফিরোজ আহম্মেদ আহত হয়। এটাকে রাজনৈতিকভাবে দেখা দুঃখজনক।’ 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত