আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের বেশি পার্থক্য দেখছেন না ভারতীয় পেসার
রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরার মতো তারকা ক্রিকেটাররা কেউ খেলেননি দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ। তবু ভারতকে মনে হয়নি খুব একটা চাপে রয়েছে। বেশ হেসেখেলেই এবার ওয়ানডে সিরিজ জিতেছে ভারত ক্রিকেট দল। যা দক্ষিণ আফ্রিকার মাঠে দ্বিতীয়বারের মতো ভারতের ওয়ানডে সিরিজ জয়।