Ajker Patrika

সৌম্যর মতো অতিমানবীয় ইনিংস আরও চান শান্ত

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৬: ২৯
সৌম্যর মতো অতিমানবীয় ইনিংস আরও চান শান্ত

সুযোগের পর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারছিলেন না সৌম্য সরকার। একই সঙ্গে তাঁকে নিয়ে সামাজিকমাধ্যমে চলছিল ট্রল, বিদ্রুপ। সকল সমালোচনার জবাব সৌম্য দিয়েছেন নেলসনের স্যাক্সটন ওভালে অতিমানবীয় এক ইনিংস খেলে। বাংলাদেশের বাঁহাতি ওপেনারের মতো দুর্দান্ত ইনিংস বাকিদেরও খেলা প্রয়োজন মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকে সৌম্য সরকার ওপেনিংয়ে নিয়মিত খেলছিলেন ঠিকই। কিন্তু পরবর্তীতে তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে বেশ নাড়াচড়া হয়েছে। ফিনিশারের ভূমিকায়ও তাঁকে খেলতে হয়েছে অনেক ম্যাচ। তবে গত পরশু নেলসনের স্যাক্সটন ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য ওপেনিংয়েই খেলেছেন। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৯.৪ ওভারে ৩ উইকেটে ৪৪ রান করেছে। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে সৌম্য শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেছেন। ১৫১ বলে ২২ চার ও ২ ছক্কায় ১৬৯ রানের ইনিংস খেলেন। তবু বাংলাদেশ ৩০০ পেরোতে পারেনি। এমনকি সৌম্যর পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন মুশফিকুর রহিম। বাংলাদেশের দেওয়া ২৯২ রানের লক্ষ্য ২২ বল হাতে রেখে ৭ উইকেটে সহজে জিতে যায় নিউজিল্যান্ড। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলে কিউইরা। 
 
নেপিয়ারে আগামীকাল ধবলধোলাই এড়াতে বাংলাদেশ সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। একই সঙ্গে বাংলাদেশের সামনে রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে প্রথম ওয়ানডে জয়ের সুযোগও। শান্তর মতে, হোয়াইটওয়াশ এড়াতে ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। যেখানে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটার এখন পর্যন্ত সৌম্যই। অধিনায়ক শান্ত ২ ম্যাচে করেন ২১ রান। দ্বিতীয় ওয়ানডেতে এনামুল হক বিজয়, লিটন দাস প্রত্যেকেই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। প্রথম ওয়ানডেতে এক অঙ্ক পেরোলেও বিজয়, লিটন আউট হয়েছে থিতু হওয়ার পর। ম্যাচের আগের দিন শান্ত আজ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় শেষ ম্যাচে একটা ইতিবাচক দিক ছিল সৌম্য পুরো ইনিংসটা ধরে খেলেছেন। সঙ্গে আরও এক ব্যাটার যদি ধরে খেলতে পারতেন, তাহলে আমরা হয়তো আরেকটু ভালো জায়গায় থাকতাম। আমার মনে হয়, কোনো ব্যাটারই আউট হতে চায় না। কীভাবে বড় ইনিংস করতে পারে সেটা নিয়েই চিন্তিত।’ 

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে সিরিজের প্রথম ওয়ানডে সৌম্য এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছিলেন। বোলিংয়ে ৬ ওভারে ৬৩ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাটিংয়ে মেরেছেন ডাক। এরপর নেলসনে অতিমানবীয় এক ইনিংস খেলে চার বছর পর ওয়ানডেতে ফিফটি পেয়েছেন সৌম্য। বাংলাদেশ ম্যাচ হারলেও তিনিই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেছিলেন, ‘ক্রিকেটাররা তো প্রতিদিন ভালো খেলবে না। আপনি যখন একটা মানুষ প্রতিদিন ভালো খাবার আশা করেন না। আমরা ক্রিকেটাররাও প্রতিদিন ভালো খেলা আশা করি না। ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি। কারণ আমরা একটা পূর্ণ সিরিজ খেললে কেউ হয়তোবা একটা দুইটা ম্যাচ ভালো খেলব, বাকিটা খারাপ খেলবে। কিন্তু সেটা নিয়েই যদি আমরা পড়ে থাকি, তাহলে নিজেরাই পিছিয়ে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত