Ajker Patrika

ধবলধোলাই এড়াতে দোয়া চাইলেন শান্ত 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১২: ১৬
ধবলধোলাই এড়াতে দোয়া চাইলেন শান্ত 

নিউজিল্যান্ডকে ওয়ানডেতে বাংলাদেশ ধবলধোলাই করেছে দুবার। সেটা বাংলাদেশ করেছে নিজেদের মাঠে। তবে সংস্করণটা যখন হয় নিউজিল্যান্ডের মাঠে, তখন সেটা যে বাংলাদেশের ক্রিকেট দলের কাছে হতাশার আরেক নাম। অধিনায়ক বদলালেও বাংলাদেশের ভাগ্য বদলায় না কখনো। কিউইদের সামনে আরও একটি ধবলধোলাই চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। 

২০১৬ থেকে ২০২৩—গত সাত বছরে নিউজিল্যান্ড সফরে চারটি ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। প্রতিটি সিরিজই তিন ম্যাচের। যার মধ্যে ২০১৬, ২০১৯ সালে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ খেলেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে। এরপর ২০২১-এর সফরে তামিম ইকবাল ছিলেন বাংলাদেশের অধিনায়ক। এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এরই মধ্যে বাংলাদেশ দুই ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছে। ১১ ম্যাচের প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। আর সব মিলিয়ে দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ ১৭ ওয়ানডের ১৭টিই হেরেছে নিউজিল্যান্ডের মাঠে। ২০০৭ থেকে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। 

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সবশেষ চার সিরিজের মধ্যে কিছুটা মিলও রয়েছে। ২০১৬, ২০২১—দুবার প্রথম ম্যাচ হেরে বাংলাদেশ আশা জাগিয়েছিল দ্বিতীয় ম্যাচে। এবারও ঘটনা একই রকম। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৪৪ রানে হেরেছিল বাংলাদেশ। এরপর নেলসনের স্যাক্সটন ওভালে দ্বিতীয় ওয়ানডেতে সৌম্যর ১৬৯ রানের কারণে বাংলাদেশ করেছে ২৯১ রান। নিউজিল্যান্ড ৭ উইকেটে জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচের আগের দিন আজ গণমাধ্যমকর্মীদের শান্ত বলেন, ‘প্রথমত আমার কাছে মনে হয় এই দলটা আগের দলের চেয়ে একটু নতুন। সেই তুলনায় আমি বলব, বেশ কিছু ভালো জিনিস ছিল আমাদের। যেটা আমি একটু আগে বললাম। অবশ্যই, ২০০৭ থেকে চিন্তা করলে অনেক লম্বা সময়। আর আপনি যেহেতু বললেন, আরেকটা হোয়াইটওয়াশের সামনে। দোয়া করেন যেন সেটা না হয়।’ 

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত সাত ম্যাচে অধিনায়কত্ব করেছেন শান্ত। যার মধ্যে রয়েছে ২ টেস্ট ও ৫ ওয়ানডে। টেস্টে এক ম্যাচ জয় পেলেও ওয়ানডেতে অধিনায়ক কোনো জয় পাননি। অধিনায়ক শান্ত ৫ ওয়ানডেতে শান্ত করেন ১৫০ রান। তবে এবারের নিউজিল্যান্ড সফরে তার ব্যাট হাসেনি এখনো পর্যন্ত। দুই ম্যাচ মিলে করেন ২১ রান, যার মধ্যে প্রথম ওয়ানডেতে ইশ সোধিকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন শান্ত। দ্বিতীয় ম্যাচেও লেংথ বুঝতে না পেরে উইকেট বিলিয়েছেন শান্ত। নিজের পারফরম্যান্স প্রসঙ্গে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘এই কন্ডিশনে এর আগেও অনেক খেলেছি। আমার ব্যাটিং যদি বলি, তাহলে পরিকল্পনা আরেকটু ভালো হতে পারত। তবে দুটি ইনিংস গেছে। এটা নিয়ে চিন্তা করছি না। কারণ ব্যাটার হিসেবে প্রতিদিন রান করব এমন না। তবে যেদিন রান করব, ইনিংসটা যেন ইমপ্যাক্টফুল হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত