Ajker Patrika

সৌম্যের মতোই আক্ষেপ পিংকির

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১০: ৪৪
সৌম্যের মতোই আক্ষেপ পিংকির

ছন্দে নেই বলে অনেক কথা শুনতে হয়েছে সৌম্য সরকারকে। সমালোচনার জবাব দিতে গতকাল বেছে নিয়েছিলেন নেলসনের মাঠকে। ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংসে খেলে জবাবও দিয়েছেন বাঁহাতি ওপেনার।

কিন্তু সৌম্যের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে নিউজিল্যান্ডকে রেকর্ড ২৯২ রানের লক্ষ্য দিয়েও ৭ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে। এতে করে বৃথাই গেছে ৫ বছর পর সৌম্যের পাওয়া সেঞ্চুরি। তাঁর মতোই গতকাল কপাল পুড়েছে ফারজানা হক পিংকিরও।

বাংলাদেশের মেয়েদের কাছে যখন সেঞ্চুরি ‘সোনার হরিণ’, সেটিই গতকাল ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো করে দেখিয়েছিলেন পিংকি। কিন্তু সেঞ্চুরি করেও হারের সাক্ষী হতে হয়েছে তাঁকে। তাঁর সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২২ রান করেছিল বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে ২৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

ব্যাটিংয়ে দারুণ সংগ্রহ করলেও বাংলাদেশি বোলাররা ম্যাচে কোনো প্রতিযোগিতাই তৈরি করতে পারেননি। পচেফস্ট্রুমে রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১০৬ রান করেন প্রোটিয়াদের দুই ওপেনার লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটস। ফাহিমা খাতুন ও রিতু মনি পর পর দুই বলে দুই ব্যাটারকে তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরাতে চেষ্টা করলেও সফল হতে দেননি দক্ষিণ আফ্রিকার নতুন দুই ব্যাটার অ্যানেকে বচ ও সুনে লুস।

তৃতীয় উইকেটে ১১৭ রানের অবিচ্ছেদ জুটি গড়ে দলকে ৮ উইকেটের জয় এনে দেন বচ ও লুস জুটি। এতেই বৃথা যায় পিংকির দুর্দান্ত সেঞ্চুরি। ১৬৭ বলে ১০২ রানের ইনিংস খেলেছিলেন এই ওপেনার। ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ১১ চারে সাজিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ম্যাচ হেরে যাওয়ায় তাঁর সেঞ্চুরি কোনো কাজে এল না দলের।

দ্বিতীয় ওয়ানডেতে জয় পাওয়ায় তিন ম্যাচ সিরিজে ১–১ সমতায় ফিরিয়েছে প্রোটিয়ারা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ রেকর্ড ১১৯ রানের জয় পেয়েছিল। সিরিজ নির্ধারণী ম্যাচটি আগামী ২৩ ডিসেম্বর বেনোনিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত