বর্ষায় প্রাণ ফিরেছে জেলেপল্লিতে, জমে উঠেছে নৌকা তৈরির কাজ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ষায় নদী, বিলসহ জলাশয়ে বাড়তে শুরু করেছে পানি। নতুন পানিতে কেউ মাছ ধরছে, আবার শিশু-কিশোরেরা মেতেছে জলকেলিতে। এদিকে বর্ষা মৌসুম ঘিরে ব্যস্ততা বেড়েছে জেলেপল্লিতে। কেউ কেউ জাল বুনছেন, কেউ তৈরি করছেন নৌকা।