স্ত্রী হত্যার দায়ে পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন কারাদণ্ড
স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে মনিরুল ইসলাম (২৩) নামে এক পুলিশ কনষ্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এরফান উল্লাহ আজ এ রায় দেন। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।