Ajker Patrika

হাটের ইজারা না পেয়ে টোলঘরে যুবলীগের সাইনবোর্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৩, ১৪: ৪৫
হাটের ইজারা না পেয়ে টোলঘরে যুবলীগের সাইনবোর্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবলীগের সাইনবোর্ড ঝুলিয়ে হাটের টোলঘর দখলে নেওয়া হয়েছে। হাটের ইজারা না পেয়ে উপজেলার সলপ ইউনিয়নে সরকারি অর্থায়নে নির্মিত এই টোলঘর দখলে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সলপ ইউনিয়নে ‘জনতা হাট’ নামের একটি হাট রয়েছে। এখানে গরু-ছাগলের পাশাপাশি বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। হাটটি প্রতিবছর সরকারিভাবে ইজারা দেওয়া হয়। ইজারাদারদের টোল আদায়ের সুবিধার্থে হাটে সরকারি অর্থায়নে একটি টোলঘর নির্মাণ করা হয় প্রায় চার বছর আগে। হাটের ইজারাদাররা এই টোলঘর ব্যবহার করে আসছিলেন। 

সম্প্রতি ইজারাদার পরিবর্তন হওয়ায় সলপ ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা টোলঘরটি দখল করে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের ছবিসহ ইউনিয়ন যুবলীগের কার্যালয় নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। হাট ইজারা না পেয়ে ইউনিয়ন যুবলীগের কয়েকজন নেতা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতার উপস্থিতিতে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সলপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকাত ওসমান বলেন, ‘সরকারি টাকায় নির্মিত প্রতিষ্ঠান কখনো দলীয় অফিস হতে পারে না। এই হাট এবার ৬৫ লাখ ৫০ হাজার টাকায় ইজারা নিয়েছেন আব্দুস সালাম। সরকারি কোষাগারে এই টাকা জমা হয়েছে। টোলঘরটি চার বছর ধরে ইজারাদারেরা ব্যবহার করে আসছিলেন। হঠাৎ ইউনিয়ন যুবলীগের কার্যালয় নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি।’

ইজারাদার আব্দুস সালাম বলেন, ‘গত বছর যুবলীগ কর্মী শামীম হোসেন ইজারা নিয়েছিলেন। তখন যুবলীগের অনেক তাঁর সঙ্গে পার্টনার ছিলেন। এবার আমরা যার যার মতো ইজারায় অংশ নিই। শেষে আমি ইজারা পাই। ইজারা পাওয়ার পর শামীম ও তাঁর পার্টনারদের কাছে টোল আদায় ঘরের চাবি চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায়। পরে তারা সেখানে যুবলীগের কার্যালয়ের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।’

তবে সলপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ‘যেখানে যুবলীগের কার্যালয়ের নামে সাইনবোর্ড ঝোলানো হয়েছে, এটি ক্লাব ঘর ছিল। একসময় তা টিনের ঘর ছিল। পরে পাকা করা হয়েছে। আমরা এর আগে হাটের ইজারাদার ছিলাম। তখন ক্লাব ঘরটিকে আমরা টোলঘর হিসেবে ব্যবহার করতাম। এখন একটি কক্ষকে ক্লাব ও একটি কক্ষ টোলঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। ক্লাবকে আমরা অফিস বানিয়েছি।’

উল্লাপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ বকুল বলেন, ‘টোল আদায়ের ঘরে যুবলীগের নামে সাইনবোর্ড টাঙানোর বিষয়টি জানতে পেরেছি। কিন্তু আমি কিছুই করতে পারব না। এরা প্রভাবশালী নেতাদের ছত্রচ্ছায়ায় থাকে। এ কারণে তাদের কেউ কিছু বলতে পারে না।’

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাইনবোর্ড ঝোলালে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারতাম। যেহেতু যুবলীগের বিরুদ্ধে অভিযোগ, তাই সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’ 

এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, টোলঘরে যুবলীগের সাইনবোর্ড ঝোলানোর বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত