Ajker Patrika

সিরাজগঞ্জে বাবা-ছেলে হত্যা: আরও ৫ জনসহ ৩২ আসামি কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বাবা-ছেলে হত্যা: আরও ৫ জনসহ ৩২ আসামি কারাগারে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুরে বাবা-ছেলে হত্যার চাঞ্চল্যকর মামলার আরও পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ নিয়ে এই মামলার মোট ৩২ আসামিকে কারাগারে পাঠালেন আদালত। 

আজ রোববার দুপুরে হত্যা মামলার পাঁচজন আসামি আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে এই আসামিরা গত ৩০ মে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। 

আসামিরা হলেন—উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানী গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে মজনু মোল্লা (৪২), একই গ্রামের মৃত মিজান মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩৮), আলী আজগরের ছেলে রফিকুল হাসান (২২), কোরবান আলীর ছেলে শান্ত হোসেন (২৫) ও আব্দুস সোবহানের ছেলে সোহেল রানা (৩০)। 

এ সব তথ্য নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান। 

গত ২৩ এপ্রিল উল্লাপাড়ায় উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষক লীগ নেতা জামাল উদ্দিন প্রামাণিক নিহত হন। এ সময় নিহত জামাল উদ্দিন প্রামাণিকের বাবা মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকসহ অন্তত ১০ জন আহত হন। পরে গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকের মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহত মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

উল্লেখ্য গত ৭ জুন চার আসামি ও ৪ জুলাই ২৩ আসামিকে কারাগারে পাঠান আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত