উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ষায় নদী, বিলসহ জলাশয়ে বাড়তে শুরু করেছে পানি। নতুন পানিতে কেউ মাছ ধরছে, আবার শিশু-কিশোরেরা মেতেছে জলকেলিতে। এদিকে বর্ষা মৌসুম ঘিরে ব্যস্ততা বেড়েছে জেলেপল্লিতে। কেউ কেউ জাল বুনছেন, কেউ তৈরি করছেন নৌকা।
বর্ষায় পানি বাড়লে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াতের একমাত্র বাহন এই নৌকা। মাছও ধরা হয় নৌকায় করে। ফলে এই সময়ে বেড়ে যায় নৌকার কদর। তাই বিভিন্ন এলাকায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মাঝি ও কারিগরেরা। নৌকা তৈরির এমন দৃশ্য চোখে পড়ে উপজেলার বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে। উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নে সবচেয়ে বেশি নৌকা তৈরি হয়ে থাকে। এ ছাড়া বিভিন্ন হাটেও নৌকা বিক্রি হয়।
বড়পাঙ্গাসী গ্রামের নৌকা তৈরির কারিগর শহিদ মিয়া বলেন, এক মাস আগে থেকে আমাদের এলাকার নৌকা তৈরি শুরু হয়েছে। ইতিমধ্যে প্রত্যন্ত এলাকা পানিতে প্লাবিত হওয়ায় সেখানকার লোকজন আগে নৌকা কিনতে শুরু করেছেন।
শহিদ মিয়া আরও বলেন, ‘এবার এখন পর্যন্ত ১৫টি নৌকা তৈরি করেছি। নৌকা তৈরির সামগ্রীর দাম বাড়ায় খরচ বেশি হচ্ছে। এতে গতবার যে নৌকা বিক্রি হয়েছে ৪ হাজার টাকা, এবার সেই নৌকার দাম ৮ হাজার টাকা। ফলে ক্রেতাশূন্য।’
উপজেলার দুর্গানগর ইউনিয়ন থেকে নৌকা কিনতে আশা আলমগীর হোসেন বলেন, ‘বন্যার পানি বাড়ায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের চলাফেরার একমাত্র মাধ্যম হলো নৌকা। তাই আগেভাগেই নৌকা কিনতে এসেছি। তবে গতবারের তুলনায় এবার দাম অনেক বেশি।’
উপজেলার বাঙ্গালা ইউনিয়নের হলদার পাড়ার জেলে ওমর ফারুক আজকের পত্রিকা বলেন, বর্তমানে নদী-নালা, খাল-বিলে পানি প্রবেশ করেছে। তাই মাছ ধরার নৌকা মেরামত করা, জাল বোনাসহ যেসব কাজ রয়েছে সেগুলো করা হচ্ছে। আর এসব কাজ করায় জেলেপরিবারে উৎসব বিরাজ করছে। তবে এবার কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাবে বলে আশায় বুক বেঁধে আছেন জেলেরা।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ষায় নদী, বিলসহ জলাশয়ে বাড়তে শুরু করেছে পানি। নতুন পানিতে কেউ মাছ ধরছে, আবার শিশু-কিশোরেরা মেতেছে জলকেলিতে। এদিকে বর্ষা মৌসুম ঘিরে ব্যস্ততা বেড়েছে জেলেপল্লিতে। কেউ কেউ জাল বুনছেন, কেউ তৈরি করছেন নৌকা।
বর্ষায় পানি বাড়লে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াতের একমাত্র বাহন এই নৌকা। মাছও ধরা হয় নৌকায় করে। ফলে এই সময়ে বেড়ে যায় নৌকার কদর। তাই বিভিন্ন এলাকায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মাঝি ও কারিগরেরা। নৌকা তৈরির এমন দৃশ্য চোখে পড়ে উপজেলার বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে। উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নে সবচেয়ে বেশি নৌকা তৈরি হয়ে থাকে। এ ছাড়া বিভিন্ন হাটেও নৌকা বিক্রি হয়।
বড়পাঙ্গাসী গ্রামের নৌকা তৈরির কারিগর শহিদ মিয়া বলেন, এক মাস আগে থেকে আমাদের এলাকার নৌকা তৈরি শুরু হয়েছে। ইতিমধ্যে প্রত্যন্ত এলাকা পানিতে প্লাবিত হওয়ায় সেখানকার লোকজন আগে নৌকা কিনতে শুরু করেছেন।
শহিদ মিয়া আরও বলেন, ‘এবার এখন পর্যন্ত ১৫টি নৌকা তৈরি করেছি। নৌকা তৈরির সামগ্রীর দাম বাড়ায় খরচ বেশি হচ্ছে। এতে গতবার যে নৌকা বিক্রি হয়েছে ৪ হাজার টাকা, এবার সেই নৌকার দাম ৮ হাজার টাকা। ফলে ক্রেতাশূন্য।’
উপজেলার দুর্গানগর ইউনিয়ন থেকে নৌকা কিনতে আশা আলমগীর হোসেন বলেন, ‘বন্যার পানি বাড়ায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের চলাফেরার একমাত্র মাধ্যম হলো নৌকা। তাই আগেভাগেই নৌকা কিনতে এসেছি। তবে গতবারের তুলনায় এবার দাম অনেক বেশি।’
উপজেলার বাঙ্গালা ইউনিয়নের হলদার পাড়ার জেলে ওমর ফারুক আজকের পত্রিকা বলেন, বর্তমানে নদী-নালা, খাল-বিলে পানি প্রবেশ করেছে। তাই মাছ ধরার নৌকা মেরামত করা, জাল বোনাসহ যেসব কাজ রয়েছে সেগুলো করা হচ্ছে। আর এসব কাজ করায় জেলেপরিবারে উৎসব বিরাজ করছে। তবে এবার কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাবে বলে আশায় বুক বেঁধে আছেন জেলেরা।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৪ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৫ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৮ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৮ ঘণ্টা আগে