Ajker Patrika

উল্লাপাড়ায় ৯৯৯-এ ফোন পেয়ে রেলসেতুর পাশ থেকে কিশোরের লাশ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১২: ৩৫
উল্লাপাড়ায় ৯৯৯-এ ফোন পেয়ে রেলসেতুর পাশ থেকে কিশোরের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৯৯৯-এ ফোন পেয়ে আব্দুর রহমান (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানার পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের ঘাটিনা রেলব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আব্দুর রহমান এনায়েতপুর গুচ্ছগ্রামের আকবর আলীর ছেলে। বর্তমানে আকবর আলী লিবিয়ায় চাকরি করেন।

নিহতের দাদা ঠান্ডু মিয়া জানান, গতকাল মঙ্গলবার আবদুর রহমানসহ তার দুই বন্ধু ঢাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর উল্লাপাড়া স্টেশন থেকে ট্রেনে ঢাকায় রওনা হয়। কমলাপুর রেলস্টেশনে গিয়ে তার এক আত্মীয়কে ফোন দিয়ে বলে তারা ঢাকায় এসেছে। পরে সে বাসায় আসতে বললে তারা বলে, এখন আবার বাড়ির উদ্দেশ্যে ট্রেনে উঠবে। এরপর রাত ১১টার দিকে আব্দুর রহমান তার বাবাকে ফোনে জানায় সে বাসায় যাচ্ছে। তারপর পরিবারের কারোর সঙ্গে আর কথা হয়নি। এ ঘটনার পর থেকে আব্দুর রহমানের দুই বন্ধু নিখোঁজ রয়েছে। তাঁর নাতিকে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে বলে দাবি করেন তিনি। 

এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে ৯৯৯-এ ফোন এলে আমরা খবরটা পাই। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পাই। পরে সিআইডির ক্রাইমসিন ইউনিট তাদের কাজ শেষ করলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের দুই বন্ধুর খোঁজ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত