উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চার দিন পর এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে বাড়ির বাইরে বের হয়ে এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ওই বৃদ্ধার ছেলের দাবি, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আজ বুধবার বিকেলে উল্লাপাড়া পৌরশহরের চৌকিদহ ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই বৃদ্ধার নাম—রাবেয়া খাতুন (৭৬)। তিনি উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা এলাকার বাসিন্দা।
রাবেয়া খাতুনের বড় ছেলে রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত রোববার বিকেল ৩টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় জিডি করেছি।’
তিনি আরও বলেন, ‘আজ বিকেলে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে স্থানীয়দের দেখায়। পরে তাঁর পড়নের কাপড় দেখে আমাদের মাকে শনাক্ত করি।’
এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল এ এসপি) অমৃত সূত্রধর আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পরে আজ স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সেখানে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চার দিন পর এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে বাড়ির বাইরে বের হয়ে এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ওই বৃদ্ধার ছেলের দাবি, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আজ বুধবার বিকেলে উল্লাপাড়া পৌরশহরের চৌকিদহ ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই বৃদ্ধার নাম—রাবেয়া খাতুন (৭৬)। তিনি উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা এলাকার বাসিন্দা।
রাবেয়া খাতুনের বড় ছেলে রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত রোববার বিকেল ৩টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় জিডি করেছি।’
তিনি আরও বলেন, ‘আজ বিকেলে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে স্থানীয়দের দেখায়। পরে তাঁর পড়নের কাপড় দেখে আমাদের মাকে শনাক্ত করি।’
এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল এ এসপি) অমৃত সূত্রধর আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পরে আজ স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সেখানে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
খুলনার ডুমুরিয়ায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ‘আইস’ নামের মাদকসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেচিতলমারী ৫ নম্বর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোক্তার সরদার জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবাশিষ ও রবিউল দুজনই ৫ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী। এ নিয়ে তাঁদের মধ্যে চরম বিরোধ চলে আসছে। এর জেরে এ ঘটনা ঘটতে পারে।
৭ মিনিট আগেদুই দিনের টানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তৃতীয় দফায় প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল।
১৪ মিনিট আগেস্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদর রোড আটকে বিক্ষোভ করেছে স্কুলশিক্ষার্থীরা। ৩০-৪০ জন শিক্ষার্থী আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে অশ্বিনীকুমার টাউন হলের সামনের সদর রোডে বসে পড়ে স্লোগান দিতে থাকে। এতে ব্যস্ততম এই সড়কের দুই পাশে যানবাহন আটকে দুর্ভোগের সৃষ্টি হয়। এদিকে স্বাস্থ্য
১৬ মিনিট আগে