নগরবাসীর উচ্চ রক্তচাপের সমস্যা
মাহাতাব উদ্দিন গম্ভীর প্রকৃতির মানুষ। কেউ কেউ তো বলেন, কোনো দিন তাঁকে নাকি হাসতেই দেখেননি। বয়স ৩৫ বছর। মাঝারি উচ্চতা। উচ্চতার তুলনায় ওজনের আধিক্য চোখে পড়ে। মহাখালী বাণিজ্যিক এলাকায় একটা বায়িং হাউসে হিসাবরক্ষকের কাজ করেন। বেতন যা পান, স্বামী-স্ত্রী কোনোমতে চালিয়ে নেওয়া যায়, কিন্তু দুই সন্তানসহ চারজনে