মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া
বিবাহিত জীবনের প্রথম ভ্যালেন্টাইনস ডে। কিন্তু কর্মব্যস্ততার জন্য দিনটি বেমালুম ভুলে গেছেন। বিবাহিত জীবনের প্রথম ভালোবাসা দিবস কি এড়িয়ে যাওয়া যায়! তারপর কী করবেন কী করবেন, ভাবতে ভাবতে রক্তচাপ বেড়ে গেল! এমন হয়নি তেমন মানুষ বিশেষ করে পুরুষ খুঁজে পাওয়া একটু কঠিন বৈকি।
ভুলে গেলেই সব শেষ, তা তো নয়। কঠিনেরে করুন আপন। ভালোবাসা বলে কথা। চমকে দেওয়া তো আর ভোলা যাবে না। তাই দেখে নিন, কী কী করতে পারেন দিনগুলো বিশেষ করে তুলতে।
ডিনার ডেটের আয়োজন করুন
দুজনের প্রিয় কোনো রেস্তোরাঁয় ডেকে নিন প্রিয় মানুষটিকে। একসঙ্গে সন্ধ্য়া কাটান। পছন্দের খাবার অর্ডার করুন। সে সময়টুকু হাতের মোবাইল ফোনটা দূরে রাখুন। ডিনারে যাওয়ার আগে প্রিয় মানুষের জন্য ফুল নিতে ভুলবেন না।
সপ্তাহান্তে ভ্রমণ পরিকল্পনা করুন
সপ্তাহান্তে দুই দিনের ছোট্ট ট্রিপ দেওয়ার আয়োজন করতে পারেন। কোনো রিসোর্ট বা শহর থেকে দূরে কোনো জায়গায় দুজনে মিলে বেড়িয়ে আসুন। একান্তে সময় কাটান। সে সময়টায় কোনো বন্ধু বা পরিবারের কাউকে সঙ্গে না নেওয়াই ভালো। নিজেদের বোঝাপড়ার জন্য একান্ত সময় খুব জরুরি।
যা উপহার দিতে পারেন
শোপিস: উপহার যদি হয় ঘরের সৌন্দর্যের বাহক এবং সেই সঙ্গে অনেক দিন সংরক্ষণ করে রাখার মতো, তাহলে মন্দ কি। জীবনসঙ্গীকে এমন কিছু উপহার দিন, যা আপনার অনুপস্থিতিতে সময়-অসময় নিজের উপস্থিতি জানান দেবে। শেষ মুহূর্তে এমন উপহার নিয়ে ঘরে ফিরে দিতে পারেন সারপ্রাইজ।
ঘড়ি বা অলংকার: ছেলেদের জন্য হাল ফ্যাশনের ঘড়ি আর মেয়েদের কাছে যেকোনো ধরনের স্টাইলিশ অলংকার সব সময় জনপ্রিয়। আর সেটি যদি হয় ভ্যালেন্টাইনস ডে উপহার, তাহলে এর থেকে রোমান্টিক আর কী হতে পারে?
শখের জিনিস: সঙ্গীর পছন্দ-অপছন্দ বা শখ সম্পর্কে জানে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এমন কোনো পছন্দের বা শখের জিনিস আছে, যা এখন পর্যন্ত আপনার প্রিয় মানুষটির কাছে নেই? তাহলে আর দেরি কেন। শেষ মুহূর্তে শখের জিনিস নিয়ে বাসায় যেতে পারেন।
বই: আপনার সঙ্গী যদি হয় বইপ্রেমী, তাহলে তো কথাই নেই। চলছে অমর একুশে বইমেলা। একটু আগে অফিস শেষ করলেই সন্ধ্যায় জীবনসঙ্গীর সঙ্গে মেলায় যেতে পারেন এবং তাঁকে উপহার দিতে পারেন তাঁর প্রিয় লেখকের বই।
লাল গোলাপ: যুগ যুগ ধরে ভালোবাসা প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো লাল গোলাপ। কর্মব্যস্ত জীবনে আর কিছু সম্ভব হোক না হোক, একটি লাল গোলাপ না হলে সেই ভালোবাসা হয়তো পূর্ণতা লাভ করে না।
বিবাহিত জীবনের প্রথম ভ্যালেন্টাইনস ডে। কিন্তু কর্মব্যস্ততার জন্য দিনটি বেমালুম ভুলে গেছেন। বিবাহিত জীবনের প্রথম ভালোবাসা দিবস কি এড়িয়ে যাওয়া যায়! তারপর কী করবেন কী করবেন, ভাবতে ভাবতে রক্তচাপ বেড়ে গেল! এমন হয়নি তেমন মানুষ বিশেষ করে পুরুষ খুঁজে পাওয়া একটু কঠিন বৈকি।
ভুলে গেলেই সব শেষ, তা তো নয়। কঠিনেরে করুন আপন। ভালোবাসা বলে কথা। চমকে দেওয়া তো আর ভোলা যাবে না। তাই দেখে নিন, কী কী করতে পারেন দিনগুলো বিশেষ করে তুলতে।
ডিনার ডেটের আয়োজন করুন
দুজনের প্রিয় কোনো রেস্তোরাঁয় ডেকে নিন প্রিয় মানুষটিকে। একসঙ্গে সন্ধ্য়া কাটান। পছন্দের খাবার অর্ডার করুন। সে সময়টুকু হাতের মোবাইল ফোনটা দূরে রাখুন। ডিনারে যাওয়ার আগে প্রিয় মানুষের জন্য ফুল নিতে ভুলবেন না।
সপ্তাহান্তে ভ্রমণ পরিকল্পনা করুন
সপ্তাহান্তে দুই দিনের ছোট্ট ট্রিপ দেওয়ার আয়োজন করতে পারেন। কোনো রিসোর্ট বা শহর থেকে দূরে কোনো জায়গায় দুজনে মিলে বেড়িয়ে আসুন। একান্তে সময় কাটান। সে সময়টায় কোনো বন্ধু বা পরিবারের কাউকে সঙ্গে না নেওয়াই ভালো। নিজেদের বোঝাপড়ার জন্য একান্ত সময় খুব জরুরি।
যা উপহার দিতে পারেন
শোপিস: উপহার যদি হয় ঘরের সৌন্দর্যের বাহক এবং সেই সঙ্গে অনেক দিন সংরক্ষণ করে রাখার মতো, তাহলে মন্দ কি। জীবনসঙ্গীকে এমন কিছু উপহার দিন, যা আপনার অনুপস্থিতিতে সময়-অসময় নিজের উপস্থিতি জানান দেবে। শেষ মুহূর্তে এমন উপহার নিয়ে ঘরে ফিরে দিতে পারেন সারপ্রাইজ।
ঘড়ি বা অলংকার: ছেলেদের জন্য হাল ফ্যাশনের ঘড়ি আর মেয়েদের কাছে যেকোনো ধরনের স্টাইলিশ অলংকার সব সময় জনপ্রিয়। আর সেটি যদি হয় ভ্যালেন্টাইনস ডে উপহার, তাহলে এর থেকে রোমান্টিক আর কী হতে পারে?
শখের জিনিস: সঙ্গীর পছন্দ-অপছন্দ বা শখ সম্পর্কে জানে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এমন কোনো পছন্দের বা শখের জিনিস আছে, যা এখন পর্যন্ত আপনার প্রিয় মানুষটির কাছে নেই? তাহলে আর দেরি কেন। শেষ মুহূর্তে শখের জিনিস নিয়ে বাসায় যেতে পারেন।
বই: আপনার সঙ্গী যদি হয় বইপ্রেমী, তাহলে তো কথাই নেই। চলছে অমর একুশে বইমেলা। একটু আগে অফিস শেষ করলেই সন্ধ্যায় জীবনসঙ্গীর সঙ্গে মেলায় যেতে পারেন এবং তাঁকে উপহার দিতে পারেন তাঁর প্রিয় লেখকের বই।
লাল গোলাপ: যুগ যুগ ধরে ভালোবাসা প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো লাল গোলাপ। কর্মব্যস্ত জীবনে আর কিছু সম্ভব হোক না হোক, একটি লাল গোলাপ না হলে সেই ভালোবাসা হয়তো পূর্ণতা লাভ করে না।
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
১৩ ঘণ্টা আগেকোনো কোনো দেশে জনগণ তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রবল আস্থা প্রকাশ করে। আবার কিছু দেশে সরকারের প্রতি ব্যাপক সংশয় ও অবিশ্বাস বিরাজ করে। সরকারের প্রতি জনগণের বিশ্বাস দেশভেদে ব্যাপকভাবে ভিন্ন বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
১৫ ঘণ্টা আগেপ্রতিবারই পরিকল্পনা করেন, কিন্তু কর্মক্ষেত্র আর বাড়িতে সমানতালে ব্যস্ত থাকায় পূজায় মিষ্টিমুখের জন্য ভরসা করতে হয় মিষ্টির দোকান আর অনলাইন-ভিত্তিক খাবারের পেজগুলোর ওপর। এবার আটঘাট বেঁধেই পরিকল্পনা করেছেন, অল্প করে হলেও ঘরেই তৈরি হবে দশমীর খাবার। আর শেষপাতে থাকবে মিষ্টিমুখের আয়োজন।
১৬ ঘণ্টা আগে