গুগল ক্রোমে আসছে মেমোরি ও এনার্জি সেভার মোড সুবিধা
বেশি ব্যাটারি ক্ষমতা ব্যবহার এবং সিস্টেমে জায়গা অতিরিক্ত জায়গা দখল করায় দীর্ঘদিন ধরেই ক্রোম ব্রাউজারের সমালোচনা করে আসছিলেন এর ব্যবহারকারীরা। এই সমস্যাগুলো সমাধানে অবশেষে উদ্যোগ নিয়েছে গুগল। উইন্ডোজ, ম্যাক ও ক্রোমবুকের ডেস্কটপ সংস্করণে গুগল ক্রোম ব্রাউজারের ‘ক্রোম ১১০’ নামের হালনাগাদের অংশ হিসেবে এত