প্রযুক্তি ডেস্ক
সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১–এ নোটপ্যাডে ব্যাপক পরিবর্তন এনেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এই অ্যাপের উন্নয়নের কাজ এখনো চলমান। এর মধ্যে অ্যাপটির একটি নতুন ফিচার ফাঁস হয়েছে। প্রতিষ্ঠানটির এক কর্মী ‘ভুল করে’ টুইট করে ফেলেছেন।
ওই কর্মীর টুইটার হ্যান্ডলে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, উইন্ডোজ ১১–এর নোটপ্যাডে আসছে ‘ট্যাব’ সুবিধা। ওই কর্মী মাইক্রোসফটের একজন জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, বেশ উৎসাহের সঙ্গে একটি ‘লাউডস্পিকার’ ইমোজিসহ নোটপ্যাডের নতুন সংস্করণের ছবি পোস্ট করে টুইট করেন ওই কর্মী। টুইটে লিখেছিলেন, ‘উইন্ডোজ ১১–এর নোটপ্যাডে এখন ট্যাব রয়েছে!’
টুইটটি কয়েক মিনিট পরেই ডিলিট করে দেন তিনি। তবে এরই মধ্যে ‘উইন্ডোজ সেন্ট্রাল’সহ বেশ কিছু কৌতূহলী টুইটার অ্যাকাউন্ট অনলাইনে এই তথ্য প্রকাশ করে। নোটপ্যাডের ওই স্ক্রিনশটে মাইক্রোসফটের অভ্যন্তরীণ সতর্কবার্তাও দেখা যাচ্ছে। সতর্কবার্তায় লেখা, ‘এটা গোপনীয়। কারও সঙ্গে ফিচারগুলো সম্পর্কে আলাপ করবেন না ও এর স্ক্রিনশট নেবেন না।’ সতর্কবার্তা থেকে ইঙ্গিত পাওয়া গেছে, ফিচারটি এখনো মাইক্রোসফটের পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
নোটপ্যাডে ফিচারটি চালু হলে ফাইল এক্সপ্লোরারের পর ‘ট্যাব ইন্টারফেস’ থাকা প্রথম ‘বিল্ট-ইন’ অ্যাপ হবে এটি। চলতি বছরের শুরুতে ফাইল এক্সপ্লোরারে এই ফিচার যোগ করে মাইক্রোসফট। চার বছর আগে ‘সেটস’ নামের এক ফিচারের মাধ্যমে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সব অ্যাপে ‘ট্যাব’ সুবিধা পরীক্ষা করেছিল মাইক্রোসফট। অ্যাপগুলোর মধ্যে নোটপ্যাড ও ফাইল এক্সপ্লোরারও ছিল। তবে মাইক্রোসফট এই প্রকল্প বাতিল করায় উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা সুবিধাটি পাননি।
সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১–এ নোটপ্যাডে ব্যাপক পরিবর্তন এনেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এই অ্যাপের উন্নয়নের কাজ এখনো চলমান। এর মধ্যে অ্যাপটির একটি নতুন ফিচার ফাঁস হয়েছে। প্রতিষ্ঠানটির এক কর্মী ‘ভুল করে’ টুইট করে ফেলেছেন।
ওই কর্মীর টুইটার হ্যান্ডলে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, উইন্ডোজ ১১–এর নোটপ্যাডে আসছে ‘ট্যাব’ সুবিধা। ওই কর্মী মাইক্রোসফটের একজন জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, বেশ উৎসাহের সঙ্গে একটি ‘লাউডস্পিকার’ ইমোজিসহ নোটপ্যাডের নতুন সংস্করণের ছবি পোস্ট করে টুইট করেন ওই কর্মী। টুইটে লিখেছিলেন, ‘উইন্ডোজ ১১–এর নোটপ্যাডে এখন ট্যাব রয়েছে!’
টুইটটি কয়েক মিনিট পরেই ডিলিট করে দেন তিনি। তবে এরই মধ্যে ‘উইন্ডোজ সেন্ট্রাল’সহ বেশ কিছু কৌতূহলী টুইটার অ্যাকাউন্ট অনলাইনে এই তথ্য প্রকাশ করে। নোটপ্যাডের ওই স্ক্রিনশটে মাইক্রোসফটের অভ্যন্তরীণ সতর্কবার্তাও দেখা যাচ্ছে। সতর্কবার্তায় লেখা, ‘এটা গোপনীয়। কারও সঙ্গে ফিচারগুলো সম্পর্কে আলাপ করবেন না ও এর স্ক্রিনশট নেবেন না।’ সতর্কবার্তা থেকে ইঙ্গিত পাওয়া গেছে, ফিচারটি এখনো মাইক্রোসফটের পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
নোটপ্যাডে ফিচারটি চালু হলে ফাইল এক্সপ্লোরারের পর ‘ট্যাব ইন্টারফেস’ থাকা প্রথম ‘বিল্ট-ইন’ অ্যাপ হবে এটি। চলতি বছরের শুরুতে ফাইল এক্সপ্লোরারে এই ফিচার যোগ করে মাইক্রোসফট। চার বছর আগে ‘সেটস’ নামের এক ফিচারের মাধ্যমে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সব অ্যাপে ‘ট্যাব’ সুবিধা পরীক্ষা করেছিল মাইক্রোসফট। অ্যাপগুলোর মধ্যে নোটপ্যাড ও ফাইল এক্সপ্লোরারও ছিল। তবে মাইক্রোসফট এই প্রকল্প বাতিল করায় উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা সুবিধাটি পাননি।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে