প্রযুক্তি ডেস্ক
২০২১ সালের অক্টোবরে উইন্ডোজ ১১ রিলিজ় করে মাইক্রোসফট। ২০১৫ সালে উইন্ডোজ ১০ উন্মোচনের প্রায় ছয় বছর পর ২০২১ সালে বাজারে আসে উইন্ডোজ ১১। সে সময় এই অপারেটিং সিস্টেমকে মাইক্রোসফটের ‘শেষ উইন্ডোজ সংস্করণ’ বলা হচ্ছিল। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী, ২০২৪ সালেই বাজারে আসতে পারে পারে উইন্ডোজ ১২।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকঅ্যাডভাইজারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম দিকেই বাজারে আসতে পারে উইন্ডোজ ১২। তবে লাইফওয়্যার-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ না হলে ২০২৬ সালের শেষে আসতে পারে উইন্ডোজের নতুন এই সংস্করণ। এদিকে জার্মানির একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে টম’স হার্ডওয়্যার একটি প্রতিবেদনে দাবি করছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই উইন্ডোজ ১২ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে মাইক্রোসফট।
ধারণা করা হচ্ছে, নতুন এই সংস্করণে ফ্লোটিং টাস্কবার এবং সার্চ বার থাকবে। এ ছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তায় মাইক্রোসফটের বিনিয়োগে পরিষ্কার যে উইন্ডোজ ১২-এ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা হবে। নতুন অপারেটিং সিস্টেমে কন্ট্রোল প্যানেল অপসারণ করা হতে পারে। সেই সঙ্গে অ্যানিমেটেড ওয়ালপেপার যুক্ত করা হতে পারে।
সম্প্রতি, উইন্ডোজ ১১’র নতুন আপডেটে টাস্কবারে বিং এআই যুক্ত করে মাইক্রোসফট। এই আপডেটে বিং এআই’র প্রিভিউ সংস্করণ ব্যবহার করলে উইন্ডোজ ১১ টাস্কবারের সার্চ বক্সে বিভিন্ন নতুন ফিচার পাবেন ব্যবহারকারী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন সার্চ ইঞ্জিনের প্রবেশাধিকার যারা পাননি তাদের মাইক্রোসফটের ওয়েটলিস্টের মাধ্যমে সাইন আপ করতে হবে। উইন্ডোজের টাস্কবারে এটি চালু করায় নতুন বিং এআই চালাতে ব্যবহারকারীকে আর এজ বা অন্যান্য ওয়েব ব্রাউজার আলাদা করে খুলতে হবে না।
২০২১ সালের অক্টোবরে উইন্ডোজ ১১ রিলিজ় করে মাইক্রোসফট। ২০১৫ সালে উইন্ডোজ ১০ উন্মোচনের প্রায় ছয় বছর পর ২০২১ সালে বাজারে আসে উইন্ডোজ ১১। সে সময় এই অপারেটিং সিস্টেমকে মাইক্রোসফটের ‘শেষ উইন্ডোজ সংস্করণ’ বলা হচ্ছিল। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী, ২০২৪ সালেই বাজারে আসতে পারে পারে উইন্ডোজ ১২।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকঅ্যাডভাইজারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম দিকেই বাজারে আসতে পারে উইন্ডোজ ১২। তবে লাইফওয়্যার-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ না হলে ২০২৬ সালের শেষে আসতে পারে উইন্ডোজের নতুন এই সংস্করণ। এদিকে জার্মানির একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে টম’স হার্ডওয়্যার একটি প্রতিবেদনে দাবি করছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই উইন্ডোজ ১২ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে মাইক্রোসফট।
ধারণা করা হচ্ছে, নতুন এই সংস্করণে ফ্লোটিং টাস্কবার এবং সার্চ বার থাকবে। এ ছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তায় মাইক্রোসফটের বিনিয়োগে পরিষ্কার যে উইন্ডোজ ১২-এ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা হবে। নতুন অপারেটিং সিস্টেমে কন্ট্রোল প্যানেল অপসারণ করা হতে পারে। সেই সঙ্গে অ্যানিমেটেড ওয়ালপেপার যুক্ত করা হতে পারে।
সম্প্রতি, উইন্ডোজ ১১’র নতুন আপডেটে টাস্কবারে বিং এআই যুক্ত করে মাইক্রোসফট। এই আপডেটে বিং এআই’র প্রিভিউ সংস্করণ ব্যবহার করলে উইন্ডোজ ১১ টাস্কবারের সার্চ বক্সে বিভিন্ন নতুন ফিচার পাবেন ব্যবহারকারী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন সার্চ ইঞ্জিনের প্রবেশাধিকার যারা পাননি তাদের মাইক্রোসফটের ওয়েটলিস্টের মাধ্যমে সাইন আপ করতে হবে। উইন্ডোজের টাস্কবারে এটি চালু করায় নতুন বিং এআই চালাতে ব্যবহারকারীকে আর এজ বা অন্যান্য ওয়েব ব্রাউজার আলাদা করে খুলতে হবে না।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
৪২ মিনিট আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২ ঘণ্টা আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২ ঘণ্টা আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
৩ ঘণ্টা আগে