পুরোনো কম্পিউটার (পিসি) ব্যবহারকারীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে শিগগিরই। এবার উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা তাঁদের পিসি উইন্ডোজ ১১-এ আপগ্রেড করতে পারবেন।
মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার প্যানোস পানে একটি ব্লগ পোস্টে লিখেছেন, আজ, আমরা এ তথ্যটি শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত যে, উইন্ডোজ ১১-এ আপগ্রেড অফারটি ব্যবহারকারীদের প্রাপ্যতার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করতে শুরু করেছে। ২০২২ সালের মাঝামাঝি আমাদের প্রাথমিক পরিকল্পনাকে অনেকখানি এগিয়ে রাখবে এটি।
বিনা মূল্যে আপগ্রেড অফার দিয়ে উইন্ডোজ ১০ মেশিনের জন্য গত বছরের ৫ অক্টোবর থেকে উইন্ডোজ ১১ অবমুক্ত করেছে মাইক্রোসফট। তখন থেকে শুধু নতুন বা হালনাগাদ হার্ডওয়্যারের জন্যই এই অফারটি পাওয়া যাচ্ছে। এখন কোম্পানিটি ইঙ্গিত দিচ্ছে, পুরোনো পিসিগুলোও আপগ্রেড করার সুযোগ পাওয়া যাবে। তবে হার্ডওয়্যারের ন্যূনতম প্রয়োজনীয় স্পেসিফিকেশন পূরণ করতে হবে।
পানাইয়ের মতে, অনেক উইন্ডোজ ১০ ব্যবহারকারী এরই মধ্যে বিনা মূল্যে আপগ্রেড পেয়েছেন। অক্টোবরে উইন্ডোজ ১১ অবমুক্ত হওয়ার পর থেকে, আমরা এর জন্য ব্যাপক চাহিদা দেখছি। মানুষ এটিকে পছন্দও করছে।
মাইক্রোসফট সম্ভবত উইন্ডোজ ১০ এর তুলনায় ছোট ব্যবহারকারী বেজে উইন্ডোজ ১১ আপগ্রেড অপশন দিচ্ছে। যেখানে উইন্ডোজ ১০ সংস্করণটি ২০১৫ সালে প্রাথমিক অবমুক্তের কয়েক মাসের মধ্যে ১ কোটি ১০ লাখের বেশি ডিভাইসে ইনস্টল করা হয়েছিল।
পুরোনো পিসিতে উইন্ডোজ ১১ আপগ্রেডের অপশন দেওয়া হলেও চার বা পাঁচ বছরের বেশি পুরোনোগুলোতে কিন্তু উইন্ডোজ ১১ আপগ্রেডের যোগ্য বলে গণ্য হবে না। অবশ্য এখনো ম্যানুয়ালি এটি ইনস্টল করা যাচ্ছে। এখানে হার্ডওয়্যার যাচাই বাইপাস করে এটি করা যায়।
এদিকে পানাই আরও জানিয়েছেন, উইন্ডোজ ১১-এ অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থনের একটি পাবলিক প্রিভিউ আগামী মাসে শুরু হতে চলেছে। বর্তমানে এই সুযোগটি বেটা সংস্করণে আছে এবং শুধু উইন্ডোজ ইনসাইডার ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ।
পানাই জানান, আগামী ফেব্রুয়ারি মাসে কল মিউট এবং আনমিউটসহ টাস্কবারের কিছু উন্নতি, সহজে উইন্ডো শেয়ারিং এবং টাস্কবারে আবহাওয়া ফিচার আনার পাশাপাশি নতুন ডিজাইনের নোটপ্যাড এবং মিডিয়া প্লেয়ার আনার পরিকল্পনা করেছে উইন্ডোজ।
পুরোনো কম্পিউটার (পিসি) ব্যবহারকারীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে শিগগিরই। এবার উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা তাঁদের পিসি উইন্ডোজ ১১-এ আপগ্রেড করতে পারবেন।
মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার প্যানোস পানে একটি ব্লগ পোস্টে লিখেছেন, আজ, আমরা এ তথ্যটি শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত যে, উইন্ডোজ ১১-এ আপগ্রেড অফারটি ব্যবহারকারীদের প্রাপ্যতার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করতে শুরু করেছে। ২০২২ সালের মাঝামাঝি আমাদের প্রাথমিক পরিকল্পনাকে অনেকখানি এগিয়ে রাখবে এটি।
বিনা মূল্যে আপগ্রেড অফার দিয়ে উইন্ডোজ ১০ মেশিনের জন্য গত বছরের ৫ অক্টোবর থেকে উইন্ডোজ ১১ অবমুক্ত করেছে মাইক্রোসফট। তখন থেকে শুধু নতুন বা হালনাগাদ হার্ডওয়্যারের জন্যই এই অফারটি পাওয়া যাচ্ছে। এখন কোম্পানিটি ইঙ্গিত দিচ্ছে, পুরোনো পিসিগুলোও আপগ্রেড করার সুযোগ পাওয়া যাবে। তবে হার্ডওয়্যারের ন্যূনতম প্রয়োজনীয় স্পেসিফিকেশন পূরণ করতে হবে।
পানাইয়ের মতে, অনেক উইন্ডোজ ১০ ব্যবহারকারী এরই মধ্যে বিনা মূল্যে আপগ্রেড পেয়েছেন। অক্টোবরে উইন্ডোজ ১১ অবমুক্ত হওয়ার পর থেকে, আমরা এর জন্য ব্যাপক চাহিদা দেখছি। মানুষ এটিকে পছন্দও করছে।
মাইক্রোসফট সম্ভবত উইন্ডোজ ১০ এর তুলনায় ছোট ব্যবহারকারী বেজে উইন্ডোজ ১১ আপগ্রেড অপশন দিচ্ছে। যেখানে উইন্ডোজ ১০ সংস্করণটি ২০১৫ সালে প্রাথমিক অবমুক্তের কয়েক মাসের মধ্যে ১ কোটি ১০ লাখের বেশি ডিভাইসে ইনস্টল করা হয়েছিল।
পুরোনো পিসিতে উইন্ডোজ ১১ আপগ্রেডের অপশন দেওয়া হলেও চার বা পাঁচ বছরের বেশি পুরোনোগুলোতে কিন্তু উইন্ডোজ ১১ আপগ্রেডের যোগ্য বলে গণ্য হবে না। অবশ্য এখনো ম্যানুয়ালি এটি ইনস্টল করা যাচ্ছে। এখানে হার্ডওয়্যার যাচাই বাইপাস করে এটি করা যায়।
এদিকে পানাই আরও জানিয়েছেন, উইন্ডোজ ১১-এ অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থনের একটি পাবলিক প্রিভিউ আগামী মাসে শুরু হতে চলেছে। বর্তমানে এই সুযোগটি বেটা সংস্করণে আছে এবং শুধু উইন্ডোজ ইনসাইডার ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ।
পানাই জানান, আগামী ফেব্রুয়ারি মাসে কল মিউট এবং আনমিউটসহ টাস্কবারের কিছু উন্নতি, সহজে উইন্ডো শেয়ারিং এবং টাস্কবারে আবহাওয়া ফিচার আনার পাশাপাশি নতুন ডিজাইনের নোটপ্যাড এবং মিডিয়া প্লেয়ার আনার পরিকল্পনা করেছে উইন্ডোজ।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে