পুরোনো কম্পিউটার (পিসি) ব্যবহারকারীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে শিগগিরই। এবার উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা তাঁদের পিসি উইন্ডোজ ১১-এ আপগ্রেড করতে পারবেন।
মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার প্যানোস পানে একটি ব্লগ পোস্টে লিখেছেন, আজ, আমরা এ তথ্যটি শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত যে, উইন্ডোজ ১১-এ আপগ্রেড অফারটি ব্যবহারকারীদের প্রাপ্যতার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করতে শুরু করেছে। ২০২২ সালের মাঝামাঝি আমাদের প্রাথমিক পরিকল্পনাকে অনেকখানি এগিয়ে রাখবে এটি।
বিনা মূল্যে আপগ্রেড অফার দিয়ে উইন্ডোজ ১০ মেশিনের জন্য গত বছরের ৫ অক্টোবর থেকে উইন্ডোজ ১১ অবমুক্ত করেছে মাইক্রোসফট। তখন থেকে শুধু নতুন বা হালনাগাদ হার্ডওয়্যারের জন্যই এই অফারটি পাওয়া যাচ্ছে। এখন কোম্পানিটি ইঙ্গিত দিচ্ছে, পুরোনো পিসিগুলোও আপগ্রেড করার সুযোগ পাওয়া যাবে। তবে হার্ডওয়্যারের ন্যূনতম প্রয়োজনীয় স্পেসিফিকেশন পূরণ করতে হবে।
পানাইয়ের মতে, অনেক উইন্ডোজ ১০ ব্যবহারকারী এরই মধ্যে বিনা মূল্যে আপগ্রেড পেয়েছেন। অক্টোবরে উইন্ডোজ ১১ অবমুক্ত হওয়ার পর থেকে, আমরা এর জন্য ব্যাপক চাহিদা দেখছি। মানুষ এটিকে পছন্দও করছে।
মাইক্রোসফট সম্ভবত উইন্ডোজ ১০ এর তুলনায় ছোট ব্যবহারকারী বেজে উইন্ডোজ ১১ আপগ্রেড অপশন দিচ্ছে। যেখানে উইন্ডোজ ১০ সংস্করণটি ২০১৫ সালে প্রাথমিক অবমুক্তের কয়েক মাসের মধ্যে ১ কোটি ১০ লাখের বেশি ডিভাইসে ইনস্টল করা হয়েছিল।
পুরোনো পিসিতে উইন্ডোজ ১১ আপগ্রেডের অপশন দেওয়া হলেও চার বা পাঁচ বছরের বেশি পুরোনোগুলোতে কিন্তু উইন্ডোজ ১১ আপগ্রেডের যোগ্য বলে গণ্য হবে না। অবশ্য এখনো ম্যানুয়ালি এটি ইনস্টল করা যাচ্ছে। এখানে হার্ডওয়্যার যাচাই বাইপাস করে এটি করা যায়।
এদিকে পানাই আরও জানিয়েছেন, উইন্ডোজ ১১-এ অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থনের একটি পাবলিক প্রিভিউ আগামী মাসে শুরু হতে চলেছে। বর্তমানে এই সুযোগটি বেটা সংস্করণে আছে এবং শুধু উইন্ডোজ ইনসাইডার ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ।
পানাই জানান, আগামী ফেব্রুয়ারি মাসে কল মিউট এবং আনমিউটসহ টাস্কবারের কিছু উন্নতি, সহজে উইন্ডো শেয়ারিং এবং টাস্কবারে আবহাওয়া ফিচার আনার পাশাপাশি নতুন ডিজাইনের নোটপ্যাড এবং মিডিয়া প্লেয়ার আনার পরিকল্পনা করেছে উইন্ডোজ।
পুরোনো কম্পিউটার (পিসি) ব্যবহারকারীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে শিগগিরই। এবার উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা তাঁদের পিসি উইন্ডোজ ১১-এ আপগ্রেড করতে পারবেন।
মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার প্যানোস পানে একটি ব্লগ পোস্টে লিখেছেন, আজ, আমরা এ তথ্যটি শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত যে, উইন্ডোজ ১১-এ আপগ্রেড অফারটি ব্যবহারকারীদের প্রাপ্যতার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করতে শুরু করেছে। ২০২২ সালের মাঝামাঝি আমাদের প্রাথমিক পরিকল্পনাকে অনেকখানি এগিয়ে রাখবে এটি।
বিনা মূল্যে আপগ্রেড অফার দিয়ে উইন্ডোজ ১০ মেশিনের জন্য গত বছরের ৫ অক্টোবর থেকে উইন্ডোজ ১১ অবমুক্ত করেছে মাইক্রোসফট। তখন থেকে শুধু নতুন বা হালনাগাদ হার্ডওয়্যারের জন্যই এই অফারটি পাওয়া যাচ্ছে। এখন কোম্পানিটি ইঙ্গিত দিচ্ছে, পুরোনো পিসিগুলোও আপগ্রেড করার সুযোগ পাওয়া যাবে। তবে হার্ডওয়্যারের ন্যূনতম প্রয়োজনীয় স্পেসিফিকেশন পূরণ করতে হবে।
পানাইয়ের মতে, অনেক উইন্ডোজ ১০ ব্যবহারকারী এরই মধ্যে বিনা মূল্যে আপগ্রেড পেয়েছেন। অক্টোবরে উইন্ডোজ ১১ অবমুক্ত হওয়ার পর থেকে, আমরা এর জন্য ব্যাপক চাহিদা দেখছি। মানুষ এটিকে পছন্দও করছে।
মাইক্রোসফট সম্ভবত উইন্ডোজ ১০ এর তুলনায় ছোট ব্যবহারকারী বেজে উইন্ডোজ ১১ আপগ্রেড অপশন দিচ্ছে। যেখানে উইন্ডোজ ১০ সংস্করণটি ২০১৫ সালে প্রাথমিক অবমুক্তের কয়েক মাসের মধ্যে ১ কোটি ১০ লাখের বেশি ডিভাইসে ইনস্টল করা হয়েছিল।
পুরোনো পিসিতে উইন্ডোজ ১১ আপগ্রেডের অপশন দেওয়া হলেও চার বা পাঁচ বছরের বেশি পুরোনোগুলোতে কিন্তু উইন্ডোজ ১১ আপগ্রেডের যোগ্য বলে গণ্য হবে না। অবশ্য এখনো ম্যানুয়ালি এটি ইনস্টল করা যাচ্ছে। এখানে হার্ডওয়্যার যাচাই বাইপাস করে এটি করা যায়।
এদিকে পানাই আরও জানিয়েছেন, উইন্ডোজ ১১-এ অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থনের একটি পাবলিক প্রিভিউ আগামী মাসে শুরু হতে চলেছে। বর্তমানে এই সুযোগটি বেটা সংস্করণে আছে এবং শুধু উইন্ডোজ ইনসাইডার ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ।
পানাই জানান, আগামী ফেব্রুয়ারি মাসে কল মিউট এবং আনমিউটসহ টাস্কবারের কিছু উন্নতি, সহজে উইন্ডো শেয়ারিং এবং টাস্কবারে আবহাওয়া ফিচার আনার পাশাপাশি নতুন ডিজাইনের নোটপ্যাড এবং মিডিয়া প্লেয়ার আনার পরিকল্পনা করেছে উইন্ডোজ।
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে