প্রযুক্তি ডেস্ক
বেশি ব্যাটারি ক্ষমতা ব্যবহার এবং সিস্টেমে জায়গা অতিরিক্ত জায়গা দখল করায় দীর্ঘদিন ধরেই ক্রোম ব্রাউজারের সমালোচনা করে আসছিলেন এর ব্যবহারকারীরা। এই সমস্যাগুলো সমাধানে অবশেষে উদ্যোগ নিয়েছে গুগল। উইন্ডোজ, ম্যাক ও ক্রোমবুকের ডেস্কটপ সংস্করণে গুগল ক্রোম ব্রাউজারের ‘ক্রোম ১১০’ নামের হালনাগাদের অংশ হিসেবে এতে মেমোরি ও এনার্জি সেভার মোড চালু করছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন দুটো ফিচারই থাকবে ডিফল্ট হিসেবে। তবে ক্রোমের সেটিংস অপশনের ‘পারফর্মেন্স’ সেকশন থেকে এগুলো বন্ধ করার সুযোগ থাকবে। ‘মেমোরি সেভার’ ব্রাউজারের অন্যান্য পেজ ও বিভিন্ন অ্যাপ চালানোর সময় আগের ট্যাবগুলোকে নিষ্ক্রিয় করে রাখবে। নিষ্ক্রিয় ট্যাবগুলোতে ক্লিক করলে সর্বশেষ যে অবস্থায় ট্যাবগুলো থেকে বেরিয়েছেন, তা আগের অবস্থা থেকেই পুনরায় ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারী।
গুগলের জানিয়েছে, ফিচারটি ক্রোম ব্রাউজারের মেমোরি খরচ ৩০ শতাংশ পর্যন্ত কমাবে। এদিকে, ল্যাপটপে ব্রাউজারটি ব্যবহারের সময় ব্যাটারির চার্জ ২০ শতাংশের নীচে নেমে এলে ‘এনার্জি সেভার’ মোড ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম, ভিডিও ফ্রেইম রেট ও এর বিভিন্ন ‘অ্যানিমেটেড ইফেক্ট’ সীমিত করা শুরু করবে। এনার্জি সেভার মোড সক্রিয় থাকাকালীন অ্যাড্রেস বারের পাশে ‘পাতার মতো’ একটি আইকন দেখতে পাবেন ব্যবহারকারীরা।
সম্প্রতি, ক্রোমের জন্য নতুন এক নিরাপত্তা ফিচার নিয়ে আসে গুগল। এই ফিচারের নাম ‘লক ইনকগনিটো’। এই ফিচার ব্যবহারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্রোমের ‘ইনকগনিটো মোড’ লক করে রাখার সুযোগ পাবেন। যা পাসকোড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই খোলা যাবে। ফলে, অন্য কেউ ফোনটি হাতে পেলেও ব্রাউজারের ইনকগনিটো মোডে প্রবেশ করে ব্যবহারকারী কী খোঁজ করছেন তা দেখতে পাবেন না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আইওএস অপারেটিং সিস্টেমে গুগল ক্রোমের এই ফিচারটি বেশ কিছু সময় ধরে থাকলেও এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণেও চালু হলো এটি। ব্যবহারকারী ‘ইনকগনিটো’ ট্যাব বদলে অন্য কোনো ট্যাবে গেলে পুনরায় ফিরে আসার সময় ক্রোম ব্রাউজারে পাসকোড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে হবে।
এই ফিচার চালু করতে হলে ব্যবহারকারীকে প্রথমে ক্রোম ব্রাউজারের ওপরের ডান কোনায় থাকা তিন-ডটের মেনুতে ট্যাপ করতে হবে। এরপর, সেটিংসে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে যাওয়ার পর তিনি ‘লক ইনকগনিটো ট্যাবস হোয়েন ইউ লিভ ক্রোম’ নামের অপশন দেখতে পাবেন। এটি চালু করলেই ব্রাউজারে ফিচারটি চালু হয়ে যাবে।
এর আগে, স্মার্টফোন ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজিংকে আরও সহজ করতে নতুন দুটি ফিচার আনে গুগল ক্রোম। দুটি ফিচার হলো- ‘পারশিয়াল কাস্টম ট্যাব’ এবং ‘অটো-ফিলিং পাসওয়ার্ড’। গুগল আশা করছে, ফিচার দুটি ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজিং আরও সহজ করবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকটাইমসের প্রতিবেদন অনুযায়ী, পারশিয়াল কাস্টম ট্যাবের মাধ্যমে ডেভেলপাররা প্রাথমিক ভাবে ব্রাউজারের ট্যাবের ওপর আরও নিয়ন্ত্রণ পাবে। ব্যবহারকারী কোনো আর্টিকেলের লিংকে ক্লিক করে অর্ধেক স্ক্রিনে সেটি দেখতে পারবেন।
গুগল জানায়, ক্রোম কাস্টম ট্যাবগুলো ওয়েবভিউয়ের চেয়েও বেশি কার্যকর। গুগলের এই নতুন ফিচারের লক্ষ্য হলো মোবাইল ডিভাইসগুলোতে ইন-অ্যাপ ব্রাউজিংয়ের সুবিধা আরও নির্বিঘ্ন এবং ব্যবহারকারীবান্ধব করা। পারশিয়াল কাস্টম ট্যাব এবং অটো-ফিলিং পাসওয়ার্ড ফিচার ডেভেলপারদের জন্য অনেক কার্যকরী হবে।’
বেশি ব্যাটারি ক্ষমতা ব্যবহার এবং সিস্টেমে জায়গা অতিরিক্ত জায়গা দখল করায় দীর্ঘদিন ধরেই ক্রোম ব্রাউজারের সমালোচনা করে আসছিলেন এর ব্যবহারকারীরা। এই সমস্যাগুলো সমাধানে অবশেষে উদ্যোগ নিয়েছে গুগল। উইন্ডোজ, ম্যাক ও ক্রোমবুকের ডেস্কটপ সংস্করণে গুগল ক্রোম ব্রাউজারের ‘ক্রোম ১১০’ নামের হালনাগাদের অংশ হিসেবে এতে মেমোরি ও এনার্জি সেভার মোড চালু করছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন দুটো ফিচারই থাকবে ডিফল্ট হিসেবে। তবে ক্রোমের সেটিংস অপশনের ‘পারফর্মেন্স’ সেকশন থেকে এগুলো বন্ধ করার সুযোগ থাকবে। ‘মেমোরি সেভার’ ব্রাউজারের অন্যান্য পেজ ও বিভিন্ন অ্যাপ চালানোর সময় আগের ট্যাবগুলোকে নিষ্ক্রিয় করে রাখবে। নিষ্ক্রিয় ট্যাবগুলোতে ক্লিক করলে সর্বশেষ যে অবস্থায় ট্যাবগুলো থেকে বেরিয়েছেন, তা আগের অবস্থা থেকেই পুনরায় ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারী।
গুগলের জানিয়েছে, ফিচারটি ক্রোম ব্রাউজারের মেমোরি খরচ ৩০ শতাংশ পর্যন্ত কমাবে। এদিকে, ল্যাপটপে ব্রাউজারটি ব্যবহারের সময় ব্যাটারির চার্জ ২০ শতাংশের নীচে নেমে এলে ‘এনার্জি সেভার’ মোড ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম, ভিডিও ফ্রেইম রেট ও এর বিভিন্ন ‘অ্যানিমেটেড ইফেক্ট’ সীমিত করা শুরু করবে। এনার্জি সেভার মোড সক্রিয় থাকাকালীন অ্যাড্রেস বারের পাশে ‘পাতার মতো’ একটি আইকন দেখতে পাবেন ব্যবহারকারীরা।
সম্প্রতি, ক্রোমের জন্য নতুন এক নিরাপত্তা ফিচার নিয়ে আসে গুগল। এই ফিচারের নাম ‘লক ইনকগনিটো’। এই ফিচার ব্যবহারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্রোমের ‘ইনকগনিটো মোড’ লক করে রাখার সুযোগ পাবেন। যা পাসকোড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই খোলা যাবে। ফলে, অন্য কেউ ফোনটি হাতে পেলেও ব্রাউজারের ইনকগনিটো মোডে প্রবেশ করে ব্যবহারকারী কী খোঁজ করছেন তা দেখতে পাবেন না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আইওএস অপারেটিং সিস্টেমে গুগল ক্রোমের এই ফিচারটি বেশ কিছু সময় ধরে থাকলেও এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণেও চালু হলো এটি। ব্যবহারকারী ‘ইনকগনিটো’ ট্যাব বদলে অন্য কোনো ট্যাবে গেলে পুনরায় ফিরে আসার সময় ক্রোম ব্রাউজারে পাসকোড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে হবে।
এই ফিচার চালু করতে হলে ব্যবহারকারীকে প্রথমে ক্রোম ব্রাউজারের ওপরের ডান কোনায় থাকা তিন-ডটের মেনুতে ট্যাপ করতে হবে। এরপর, সেটিংসে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে যাওয়ার পর তিনি ‘লক ইনকগনিটো ট্যাবস হোয়েন ইউ লিভ ক্রোম’ নামের অপশন দেখতে পাবেন। এটি চালু করলেই ব্রাউজারে ফিচারটি চালু হয়ে যাবে।
এর আগে, স্মার্টফোন ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজিংকে আরও সহজ করতে নতুন দুটি ফিচার আনে গুগল ক্রোম। দুটি ফিচার হলো- ‘পারশিয়াল কাস্টম ট্যাব’ এবং ‘অটো-ফিলিং পাসওয়ার্ড’। গুগল আশা করছে, ফিচার দুটি ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজিং আরও সহজ করবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকটাইমসের প্রতিবেদন অনুযায়ী, পারশিয়াল কাস্টম ট্যাবের মাধ্যমে ডেভেলপাররা প্রাথমিক ভাবে ব্রাউজারের ট্যাবের ওপর আরও নিয়ন্ত্রণ পাবে। ব্যবহারকারী কোনো আর্টিকেলের লিংকে ক্লিক করে অর্ধেক স্ক্রিনে সেটি দেখতে পারবেন।
গুগল জানায়, ক্রোম কাস্টম ট্যাবগুলো ওয়েবভিউয়ের চেয়েও বেশি কার্যকর। গুগলের এই নতুন ফিচারের লক্ষ্য হলো মোবাইল ডিভাইসগুলোতে ইন-অ্যাপ ব্রাউজিংয়ের সুবিধা আরও নির্বিঘ্ন এবং ব্যবহারকারীবান্ধব করা। পারশিয়াল কাস্টম ট্যাব এবং অটো-ফিলিং পাসওয়ার্ড ফিচার ডেভেলপারদের জন্য অনেক কার্যকরী হবে।’
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
১ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৩ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৭ ঘণ্টা আগে