উইন্ডোজ ১১ থেকে কিছু ফিচার-সুবিধা উইন্ডোজ ১০-এ যুক্ত করছে মাইক্রোসফট। নতুন প্রিন্ট ফিচারটিতে একটি পিন যুক্ত করার বিকল্প চালু করা হবে বলে জানা গেছে। ডুপ্লিকেট সংযোগ এবং ভুল প্রিন্ট আউট এড়াতে এই পদক্ষেপ যোগ করা হবে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আপডেটটি উইন্ডোজ ১০ সংস্করণের ২২ এইচ ২ আপডেট। গত মাসে উইন্ডোজের জন্য নতুন আপডেট স্থানান্তরের বিষয়টি জানায় মাইক্রোসফট। উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামের একটি ফিচার পাচ্ছে, যা ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা এবং অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে।
উইন্ডোজ লেটেস্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, মাইক্রোসফট তার উইন্ডোজ ১০ সংস্করণ ২২ এইচ ২ আপডেটের অংশ হিসেবে উইন্ডোজ ১১-এর প্রিন্টের সুবিধা যুক্ত করছে, যার মধ্যে একটি পিন যোগ করার বিকল্প রয়েছে। এই বৈশিষ্ট্য ডুপ্লিকেট সংযোগের পাশাপাশি ভুল প্রিন্ট আউট এড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামে যে ফিচার পাচ্ছে, এতে ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা ও অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে। এটি ভবিষ্যতে ব্যবহারকারীদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যে, তারা সিস্টেমে তাদের সংবেদনশীল ডেটা ট্র্যাক করছে এমন অ্যাপগুলো ব্যবহার চালিয়ে যাবে কিনা।
উইন্ডোজের জন্য তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচন করার পুরোনো রীতিতে ফিরে যাচ্ছে মাইক্রোসফট। ফলে উইন্ডোজের আগামী সংস্করণ আসবে ২০২৪ সালে।
উইন্ডোজ ১১ থেকে কিছু ফিচার-সুবিধা উইন্ডোজ ১০-এ যুক্ত করছে মাইক্রোসফট। নতুন প্রিন্ট ফিচারটিতে একটি পিন যুক্ত করার বিকল্প চালু করা হবে বলে জানা গেছে। ডুপ্লিকেট সংযোগ এবং ভুল প্রিন্ট আউট এড়াতে এই পদক্ষেপ যোগ করা হবে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আপডেটটি উইন্ডোজ ১০ সংস্করণের ২২ এইচ ২ আপডেট। গত মাসে উইন্ডোজের জন্য নতুন আপডেট স্থানান্তরের বিষয়টি জানায় মাইক্রোসফট। উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামের একটি ফিচার পাচ্ছে, যা ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা এবং অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে।
উইন্ডোজ লেটেস্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, মাইক্রোসফট তার উইন্ডোজ ১০ সংস্করণ ২২ এইচ ২ আপডেটের অংশ হিসেবে উইন্ডোজ ১১-এর প্রিন্টের সুবিধা যুক্ত করছে, যার মধ্যে একটি পিন যোগ করার বিকল্প রয়েছে। এই বৈশিষ্ট্য ডুপ্লিকেট সংযোগের পাশাপাশি ভুল প্রিন্ট আউট এড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামে যে ফিচার পাচ্ছে, এতে ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা ও অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে। এটি ভবিষ্যতে ব্যবহারকারীদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যে, তারা সিস্টেমে তাদের সংবেদনশীল ডেটা ট্র্যাক করছে এমন অ্যাপগুলো ব্যবহার চালিয়ে যাবে কিনা।
উইন্ডোজের জন্য তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচন করার পুরোনো রীতিতে ফিরে যাচ্ছে মাইক্রোসফট। ফলে উইন্ডোজের আগামী সংস্করণ আসবে ২০২৪ সালে।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে