Ajker Patrika

উইন্ডোজ পিসিতে খেলা যাবে অ্যান্ড্রয়েড গেমস   

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ২০: ০০
উইন্ডোজ পিসিতে খেলা যাবে অ্যান্ড্রয়েড গেমস   

২০২২ সালের যেকোনো সময় নতুন সুবিধা পেতে যাচ্ছে গুগল ব্যবহারকারী ও গেমাররা। এই নতুন সুবিধায় উইন্ডোজ পিসিতেই অ্যান্ড্রয়েড গেমস খেলার সুযোগ পাওয়া যাবে। একটি স্বতন্ত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই  প্লে গেমস প্ল্যাটফর্মটিকে উইন্ডোজে আনতে যাচ্ছে গুগল। 

চলতি বছরের গেমারদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুগল প্লে গেমসের প্রোডাক্ট ডিরেক্টর গ্রেগ হার্টনেল এ ঘোষণা দেন। অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূর্ণ স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে প্লে গেমস আত্মপ্রকাশ করবে। এর আগে অ্যামাজনও তার অ্যাপ স্টোরকে উইন্ডোজ ১১ সংস্করণে নিয়ে এসেছে। 

যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গুগল। তবে তারা বলছে, অন্যান্য উইন্ডোজ অ্যাপের মতোই গুগল থেকে এই অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

অ্যান্ড্রয়েডের মতোই গুগল অ্যাকাউন্টে লগইন করে এর সুবিধা পাওয়া যাবে উল্লেখ করে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, গেমাররা তাদের ট্যাবলেট, ক্রোমবুক ও ডেস্কটপে খুব সহজেই গেমগুলো ব্যবহার করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেখানে গেম খেলা শেষ হয়েছিল, ফিরে এসে সে জায়গা থেকেই গেম খেলা শুরু করা যাবে । 
উইন্ডোজ পিসিতে অ্যান্ড্রয়েড ও গুগল প্লে গেমসের জন্য সবচেয়ে ভালো ইকোসিস্টেম তৈরি করা হবে বলেও জানিয়েছে ওই সূত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত