প্রযুক্তি ডেস্ক
২০২২ সালের যেকোনো সময় নতুন সুবিধা পেতে যাচ্ছে গুগল ব্যবহারকারী ও গেমাররা। এই নতুন সুবিধায় উইন্ডোজ পিসিতেই অ্যান্ড্রয়েড গেমস খেলার সুযোগ পাওয়া যাবে। একটি স্বতন্ত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই প্লে গেমস প্ল্যাটফর্মটিকে উইন্ডোজে আনতে যাচ্ছে গুগল।
চলতি বছরের গেমারদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুগল প্লে গেমসের প্রোডাক্ট ডিরেক্টর গ্রেগ হার্টনেল এ ঘোষণা দেন। অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূর্ণ স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে প্লে গেমস আত্মপ্রকাশ করবে। এর আগে অ্যামাজনও তার অ্যাপ স্টোরকে উইন্ডোজ ১১ সংস্করণে নিয়ে এসেছে।
যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গুগল। তবে তারা বলছে, অন্যান্য উইন্ডোজ অ্যাপের মতোই গুগল থেকে এই অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
অ্যান্ড্রয়েডের মতোই গুগল অ্যাকাউন্টে লগইন করে এর সুবিধা পাওয়া যাবে উল্লেখ করে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, গেমাররা তাদের ট্যাবলেট, ক্রোমবুক ও ডেস্কটপে খুব সহজেই গেমগুলো ব্যবহার করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেখানে গেম খেলা শেষ হয়েছিল, ফিরে এসে সে জায়গা থেকেই গেম খেলা শুরু করা যাবে ।
উইন্ডোজ পিসিতে অ্যান্ড্রয়েড ও গুগল প্লে গেমসের জন্য সবচেয়ে ভালো ইকোসিস্টেম তৈরি করা হবে বলেও জানিয়েছে ওই সূত্র।
২০২২ সালের যেকোনো সময় নতুন সুবিধা পেতে যাচ্ছে গুগল ব্যবহারকারী ও গেমাররা। এই নতুন সুবিধায় উইন্ডোজ পিসিতেই অ্যান্ড্রয়েড গেমস খেলার সুযোগ পাওয়া যাবে। একটি স্বতন্ত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই প্লে গেমস প্ল্যাটফর্মটিকে উইন্ডোজে আনতে যাচ্ছে গুগল।
চলতি বছরের গেমারদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুগল প্লে গেমসের প্রোডাক্ট ডিরেক্টর গ্রেগ হার্টনেল এ ঘোষণা দেন। অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূর্ণ স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে প্লে গেমস আত্মপ্রকাশ করবে। এর আগে অ্যামাজনও তার অ্যাপ স্টোরকে উইন্ডোজ ১১ সংস্করণে নিয়ে এসেছে।
যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গুগল। তবে তারা বলছে, অন্যান্য উইন্ডোজ অ্যাপের মতোই গুগল থেকে এই অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
অ্যান্ড্রয়েডের মতোই গুগল অ্যাকাউন্টে লগইন করে এর সুবিধা পাওয়া যাবে উল্লেখ করে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, গেমাররা তাদের ট্যাবলেট, ক্রোমবুক ও ডেস্কটপে খুব সহজেই গেমগুলো ব্যবহার করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেখানে গেম খেলা শেষ হয়েছিল, ফিরে এসে সে জায়গা থেকেই গেম খেলা শুরু করা যাবে ।
উইন্ডোজ পিসিতে অ্যান্ড্রয়েড ও গুগল প্লে গেমসের জন্য সবচেয়ে ভালো ইকোসিস্টেম তৈরি করা হবে বলেও জানিয়েছে ওই সূত্র।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে