রুগ্ণ অর্থনীতিতে আরেক ধাক্কা
দেশব্যাপী কারফিউ, টানা তিন সাধারণ ছুটি, বন্ধ ইন্টারনেট—এই তিনে মিলিয়ে দেশের অর্থনীতিতে বড় ক্ষত তৈরি করেছে। ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে ঠেকবে, তা এখনো নিরূপণ হয়নি। তবে প্রতিটি খাত থেকে যে তথ্য সংশ্লিষ্টরা দিচ্ছেন, তা আঁতকে ওঠার মতো।