সম্পাদকীয়
শিশুদের জীবন ও ভবিষ্যৎ আজ হুমকির মুখে। শিশুরা ইন্টারনেটের মাধ্যমে যৌন নিপীড়নের শিকার হচ্ছে। আর তা ঘটছে বিশ্বব্যাপী। আতঙ্কের বিষয় হলো, এভাবে বৈশ্বিকভাবে শিশুরা নিপীড়নের শিকার হলে পৃথিবীর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ, আজকের শিশুরাই ভবিষ্যতের বিশ্ব নাগরিক।
উদ্বেগের বিষয় হলো, ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে বছরে ৩০ কোটির বেশি শিশু যৌন নিগ্রহ ও নির্যাতনের শিকার হচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবরার চাইল্ডলাইট গ্লোবাল চাইল্ড সেফটি ইনস্টিটিউটের এক গবেষণায় এ বেদনাদায়ক তথ্য পাওয়া গেছে। এক বছরে বিশ্বব্যাপি প্রতি আট শিশুর মধ্যে অন্তত একটির আপত্তিকর ছবি অনুমতি ছাড়া তুলে ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। এমনকি এসব শিশু ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে নিজের আপত্তিকর ছবির মুখোমুখিও হচ্ছে। এ নিয়ে মঙ্গলবার আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
শিশুরা হলো কোমল মনের। কিন্তু তাদের জীবনে যখন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার প্রভাব শিশুদের সারা জীবন ধরে বয়ে বেড়াতে হয়। শিশুরা এ ধরনের ঘটনার সম্মুখীন হয় নিজের পরিবারের সদস্য ছাড়া নিকটাত্মীয় দ্বারা।
বিশ্বের মানুষের মধ্যে যোগাযোগ ছাড়াও জ্ঞানভান্ডারের অনেক তথ্য সহজলভ্য করেছে প্রযুক্তি। কিন্তু এই প্রযুক্তিই আবার মানুষকে নানাভাবে বিপদে ফেলছে। খারাপ চিন্তার মানুষগুলোই প্রযুক্তিকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে পরিবার, সমাজের মধ্যে সমস্যা সৃষ্টি করছে। বাংলাদেশে শিশু যৌন নিপীড়নের ঘটনা ক্রমাগতভাবে বাড়ছে। কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখানে শিশুদের ধর্ষণ করে হত্যাও করা হয়। আমাদের মতো দেশগুলোয় এ ধরনের ঘটনা মাঝে মাঝেই ঘটে। কারণ, এখানে আইনের শাসন পুরোপুরি কার্যকর নয় এবং অভাব আছে জনগণের মধ্যে সচেতনতার। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও যখন একই ধরনের ঘটনা ঘটতে থাকে, তখন বোঝা যায়, শিশুরা কোনো সমাজেই নিরাপদ নয়; বরং উন্নত দেশ হলেও যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের ঘটনা বেশি ঘটে বলে সেই গবেষণায় উঠে এসেছে।
ইন্টারনেটের এ ধরনের অপরাধ রোধ করা অসম্ভব ব্যাপার নয়। প্রযুক্তি দিয়েই প্রযুক্তির অপব্যবহার রোধ করা সম্ভব। এ ধরনের ঘটনার কুশীলবদের চিহ্নিত করতে নতুন অ্যাপ আবিষ্কার করা জরুরি। সেটা নিয়ে আইটি বিশেষজ্ঞদের ভাবতে হবে। শিশু যৌন নিপীড়নের ঘটনাটি যেহেতু বৈশ্বিক, সেহেতু এটাকে বৈশ্বিকভাবে নির্মূলের কথা চিন্তা করতে হবে। এ জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোকে এগিয়ে এসে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। তা ছাড়া, বিশ্বের প্রতিটি দেশের সরকারকে শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ নীতিমালা প্রণয়ন এবং সে অনুযায়ী তা কার্যকর করতে বাধ্য করতে হবে। এটা জাতিসংঘের মাধ্যমেও করা যেতে পারে।
পাশাপাশি ইন্টারনেটের অপব্যবহার রোধে শিশুদের সচেতন করতে হবে। নিরাপদ ইন্টারনেটের ব্যবহারবিধি পাঠ্যপুস্তকে সংযোজন করা প্রয়োজন। যেকোনো মূল্যে শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করতে হবে।
শিশুদের জীবন ও ভবিষ্যৎ আজ হুমকির মুখে। শিশুরা ইন্টারনেটের মাধ্যমে যৌন নিপীড়নের শিকার হচ্ছে। আর তা ঘটছে বিশ্বব্যাপী। আতঙ্কের বিষয় হলো, এভাবে বৈশ্বিকভাবে শিশুরা নিপীড়নের শিকার হলে পৃথিবীর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ, আজকের শিশুরাই ভবিষ্যতের বিশ্ব নাগরিক।
উদ্বেগের বিষয় হলো, ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে বছরে ৩০ কোটির বেশি শিশু যৌন নিগ্রহ ও নির্যাতনের শিকার হচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবরার চাইল্ডলাইট গ্লোবাল চাইল্ড সেফটি ইনস্টিটিউটের এক গবেষণায় এ বেদনাদায়ক তথ্য পাওয়া গেছে। এক বছরে বিশ্বব্যাপি প্রতি আট শিশুর মধ্যে অন্তত একটির আপত্তিকর ছবি অনুমতি ছাড়া তুলে ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। এমনকি এসব শিশু ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে নিজের আপত্তিকর ছবির মুখোমুখিও হচ্ছে। এ নিয়ে মঙ্গলবার আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
শিশুরা হলো কোমল মনের। কিন্তু তাদের জীবনে যখন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার প্রভাব শিশুদের সারা জীবন ধরে বয়ে বেড়াতে হয়। শিশুরা এ ধরনের ঘটনার সম্মুখীন হয় নিজের পরিবারের সদস্য ছাড়া নিকটাত্মীয় দ্বারা।
বিশ্বের মানুষের মধ্যে যোগাযোগ ছাড়াও জ্ঞানভান্ডারের অনেক তথ্য সহজলভ্য করেছে প্রযুক্তি। কিন্তু এই প্রযুক্তিই আবার মানুষকে নানাভাবে বিপদে ফেলছে। খারাপ চিন্তার মানুষগুলোই প্রযুক্তিকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে পরিবার, সমাজের মধ্যে সমস্যা সৃষ্টি করছে। বাংলাদেশে শিশু যৌন নিপীড়নের ঘটনা ক্রমাগতভাবে বাড়ছে। কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখানে শিশুদের ধর্ষণ করে হত্যাও করা হয়। আমাদের মতো দেশগুলোয় এ ধরনের ঘটনা মাঝে মাঝেই ঘটে। কারণ, এখানে আইনের শাসন পুরোপুরি কার্যকর নয় এবং অভাব আছে জনগণের মধ্যে সচেতনতার। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও যখন একই ধরনের ঘটনা ঘটতে থাকে, তখন বোঝা যায়, শিশুরা কোনো সমাজেই নিরাপদ নয়; বরং উন্নত দেশ হলেও যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের ঘটনা বেশি ঘটে বলে সেই গবেষণায় উঠে এসেছে।
ইন্টারনেটের এ ধরনের অপরাধ রোধ করা অসম্ভব ব্যাপার নয়। প্রযুক্তি দিয়েই প্রযুক্তির অপব্যবহার রোধ করা সম্ভব। এ ধরনের ঘটনার কুশীলবদের চিহ্নিত করতে নতুন অ্যাপ আবিষ্কার করা জরুরি। সেটা নিয়ে আইটি বিশেষজ্ঞদের ভাবতে হবে। শিশু যৌন নিপীড়নের ঘটনাটি যেহেতু বৈশ্বিক, সেহেতু এটাকে বৈশ্বিকভাবে নির্মূলের কথা চিন্তা করতে হবে। এ জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোকে এগিয়ে এসে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। তা ছাড়া, বিশ্বের প্রতিটি দেশের সরকারকে শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ নীতিমালা প্রণয়ন এবং সে অনুযায়ী তা কার্যকর করতে বাধ্য করতে হবে। এটা জাতিসংঘের মাধ্যমেও করা যেতে পারে।
পাশাপাশি ইন্টারনেটের অপব্যবহার রোধে শিশুদের সচেতন করতে হবে। নিরাপদ ইন্টারনেটের ব্যবহারবিধি পাঠ্যপুস্তকে সংযোজন করা প্রয়োজন। যেকোনো মূল্যে শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করতে হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫