ইন্টারনেটে কোনো কিছু একবার ছড়িয়ে গেলে তা চিরকালের জন্য রয়ে যায় বলে প্রচলিত ধারণা আছে। তবে নতুন এক গবেষণায় বিপরীত তথ্য উঠে এসেছে— ইন্টারনেট ভান্ডারের বিশাল অংশ প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। ২০২৩ সাল পর্যন্ত এক দশকে ৩৮ শতাংশ ওয়েবপেজ এখন আর পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এতথ্য উঠে এসেছে।
গবেষণার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের সক্রিয় ওয়েবপেজগুলোর মধ্যে ৩৮ শতাংশ ইন্টারনেটে আর পাওয়া যায় না। এমনকি নতুন ওয়েবপেজগুলোও হারিয়ে যাচ্ছে। ২০২৩ সালে যেসব ওয়েবপেজ সক্রিয় ছিল, তার ৮ শতাংশ এখন আর নেই।
পিউ রিসার্চ সেন্টার বলছে, ওয়েবপেজগুলো মুছে ফেললে সেগুলোর কনটেন্ট অদৃশ্য হয়ে যায়। তবে পুরো ওয়েবসাইটগুলো ডিলিট বা মুছে ফেলা হচ্ছে না। ফলে বিশালসংখ্যক খবর ও গুরুত্বপূর্ণ রেফারেন্স হারিয়ে যাচ্ছে। ২৩ শতাংশ খবরের পেজে ও ২১ শতাংশ সরকারি ওয়েবসাইটের মধ্যে অন্তত একটি ব্রোকেন লিংক বা অকার্যকর লিংক পাওয়া যায়। ৫৪ শতাংশ উইকিপিডিয়ার পেজগুলোর মধ্যে অন্তত একটি রেফারেন্স লিংক আর পাওয়া যায় না।
সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ঘটনা ঘটছে। এক্স প্ল্যাটফরমের পাঁচটি টুইটের মধ্যে একটি টুইট পোস্টের কয়েক মাসের মধ্যে মুছে যাচ্ছে।
গবেষণাটি পরিচালনা করার জন্য এলোমেলোভাবে প্রায় ১০ লাখ ওয়েবপেজের ডেটা সংগ্রহ করে পিউ রিসার্চ। নমুনা সংগ্রহের জন্য ‘কমন ক্রল’ ওয়েবসাইট ব্যবহার করা, যা ইন্টারনেটের কিছু অংশ আর্কাইভ করে রাখে। এরপর ২০১৩ ও ২০২৩ সালের মধ্যে সেই পেজগুলো বিদ্যমান ছিল কি না, তা তুলনা করে দেখে।
গবেষণায় দেখা যায়, ২০১৩ ও ২০২৩ সালের মধ্যে তৈরি করা ওয়েবপেজগুলোর ২৩ শতাংশ বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে ১৬ শতাংশ ওয়েব পেজ এমন ওয়েবসাইটে রয়েছিল, যা এখনো সক্রিয়। আর ৯ শতাংশ ওয়েবপেজগুলোর এমন ওয়েবসাইট শনাক্ত হয়েছে, যেগুলোর অস্তিত্ব এখন একেবারেই নেই।
পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে ‘হোয়েন অনলাইন কনটেন্ট ডিজঅ্যাপিয়ার্স’ শীর্ষক শিরোনামে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।
ইন্টারনেটে কোনো কিছু একবার ছড়িয়ে গেলে তা চিরকালের জন্য রয়ে যায় বলে প্রচলিত ধারণা আছে। তবে নতুন এক গবেষণায় বিপরীত তথ্য উঠে এসেছে— ইন্টারনেট ভান্ডারের বিশাল অংশ প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। ২০২৩ সাল পর্যন্ত এক দশকে ৩৮ শতাংশ ওয়েবপেজ এখন আর পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এতথ্য উঠে এসেছে।
গবেষণার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের সক্রিয় ওয়েবপেজগুলোর মধ্যে ৩৮ শতাংশ ইন্টারনেটে আর পাওয়া যায় না। এমনকি নতুন ওয়েবপেজগুলোও হারিয়ে যাচ্ছে। ২০২৩ সালে যেসব ওয়েবপেজ সক্রিয় ছিল, তার ৮ শতাংশ এখন আর নেই।
পিউ রিসার্চ সেন্টার বলছে, ওয়েবপেজগুলো মুছে ফেললে সেগুলোর কনটেন্ট অদৃশ্য হয়ে যায়। তবে পুরো ওয়েবসাইটগুলো ডিলিট বা মুছে ফেলা হচ্ছে না। ফলে বিশালসংখ্যক খবর ও গুরুত্বপূর্ণ রেফারেন্স হারিয়ে যাচ্ছে। ২৩ শতাংশ খবরের পেজে ও ২১ শতাংশ সরকারি ওয়েবসাইটের মধ্যে অন্তত একটি ব্রোকেন লিংক বা অকার্যকর লিংক পাওয়া যায়। ৫৪ শতাংশ উইকিপিডিয়ার পেজগুলোর মধ্যে অন্তত একটি রেফারেন্স লিংক আর পাওয়া যায় না।
সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ঘটনা ঘটছে। এক্স প্ল্যাটফরমের পাঁচটি টুইটের মধ্যে একটি টুইট পোস্টের কয়েক মাসের মধ্যে মুছে যাচ্ছে।
গবেষণাটি পরিচালনা করার জন্য এলোমেলোভাবে প্রায় ১০ লাখ ওয়েবপেজের ডেটা সংগ্রহ করে পিউ রিসার্চ। নমুনা সংগ্রহের জন্য ‘কমন ক্রল’ ওয়েবসাইট ব্যবহার করা, যা ইন্টারনেটের কিছু অংশ আর্কাইভ করে রাখে। এরপর ২০১৩ ও ২০২৩ সালের মধ্যে সেই পেজগুলো বিদ্যমান ছিল কি না, তা তুলনা করে দেখে।
গবেষণায় দেখা যায়, ২০১৩ ও ২০২৩ সালের মধ্যে তৈরি করা ওয়েবপেজগুলোর ২৩ শতাংশ বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে ১৬ শতাংশ ওয়েব পেজ এমন ওয়েবসাইটে রয়েছিল, যা এখনো সক্রিয়। আর ৯ শতাংশ ওয়েবপেজগুলোর এমন ওয়েবসাইট শনাক্ত হয়েছে, যেগুলোর অস্তিত্ব এখন একেবারেই নেই।
পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে ‘হোয়েন অনলাইন কনটেন্ট ডিজঅ্যাপিয়ার্স’ শীর্ষক শিরোনামে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৬ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১০ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৪ ঘণ্টা আগে