মাহিন আলম
মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা কিনতে না কিনতেই শেষ! এ অভিযোগ করেন না তেমন ব্যবহারকারী খুঁজে পাওয়া কিছুটা কঠিন। সময়ের আগে ডেটা ফুরিয়ে যাওয়ার বিড়ম্বনা কিংবা কাজের সময় ডেটা না থাকার অসুবিধায় যাঁরা পড়েন, তাঁরাই বোঝেন বিষয়টি কত বিরক্তিকর। তবে সমস্যা থাকলে তার সমাধানও থাকে। দেখে নিন মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা সাশ্রয় করার উপায়গুলো।
হেভি ডেটা অ্যাপস ব্যবহার করবেন না
ইউটিউব দেখেন না এমন ইন্টারনেট ব্যবহারকারী খুঁজে বের করা কঠিন হবে। মোবাইল ফোনে ডেটা খরচ করে এ ধরনের অ্যাপস ব্যবহার বন্ধ করুন। বেশ কিছু স্ট্রিমিং অ্যাপ রয়েছে, যেগুলো চালালে অতিরিক্ত ডেটা ব্যয় হয়। সেগুলো দেখতে চাইলে ওয়াই-ফাই ব্যবহার করুন।
ডেটা ব্যবহারের সীমারেখা নির্দিষ্ট করুন
স্মার্টফোনে ডেটা ব্যবহারের সীমারেখা নির্দিষ্ট করুন। দীর্ঘ মেয়াদে এটি করতে পারলে নিজেই লাভবান হবেন। একবার নতুন ডেটা প্যাক রিচার্জ করার পর বেঁধে দিন ডেটা লিমিট। এর ফলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট অনেকটা সাশ্রয় হবে।
ডেটা সেভার মুড অন করুন
সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে যাবে, তখনই আশার আলো জাগাবে ডেটা সেভার মুড। এই বিশেষ মুড আপনার স্মার্টফোনে একবার অন করে রাখলে যেকোনো অ্যাপের বেশি পরিমাণে ডেটা ব্যবহারের হার কমিয়ে দেবে।
অটো আপডেট বন্ধ রাখুন
আপনার স্মার্টফোনটিতে গুগল প্লে স্টোর থেকে সব ধরনের অ্যাপসের অটো আপডেট বন্ধ রাখুন। কিংবা কেবল ওয়াই-ফাইয়ের মাধ্যমে অ্যাপস আপডেট করার অপশনটি চালু রাখুন।
ইউটিউবের ডেটা সেভিং
ইউটিউব দেখার সময় বিপুল পরিমাণ ডেটা খরচ হয়ে থাকে। এই অ্যাপে থাকা বিশেষ ফিচার ব্যবহার করে ডেটা বাঁচানো সম্ভব। এ ক্ষেত্রে ইউটিউব অ্যাপের সেটিংসে গিয়ে জেনারেল ট্যাব ওপেন করুন এবং লিমিট মোবাইল ডেটা সিলেক্ট করুন। এর ফলে ডেটার অপচয় বন্ধ হবে।
ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন
গুগল ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন। এ জন্য ক্রোম ওপেন করে ওপরের ডান দিকের কোনার থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। তারপর সেটিংসে গিয়ে ডেটা সেভার সেট করুন।
ডেটা সেভ করতে অফলাইনে থাকা
মোবাইলের ডেটা সেভ করতে প্রয়োজনের বাইরে ডেটা অফ করে রাখুন। এ ছাড়া ব্যবহৃত অ্যাপগুলোর অটোমেটিক সিঙ্কিং বন্ধ করলেও ডেটা কম খরচ হবে।
মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা কিনতে না কিনতেই শেষ! এ অভিযোগ করেন না তেমন ব্যবহারকারী খুঁজে পাওয়া কিছুটা কঠিন। সময়ের আগে ডেটা ফুরিয়ে যাওয়ার বিড়ম্বনা কিংবা কাজের সময় ডেটা না থাকার অসুবিধায় যাঁরা পড়েন, তাঁরাই বোঝেন বিষয়টি কত বিরক্তিকর। তবে সমস্যা থাকলে তার সমাধানও থাকে। দেখে নিন মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা সাশ্রয় করার উপায়গুলো।
হেভি ডেটা অ্যাপস ব্যবহার করবেন না
ইউটিউব দেখেন না এমন ইন্টারনেট ব্যবহারকারী খুঁজে বের করা কঠিন হবে। মোবাইল ফোনে ডেটা খরচ করে এ ধরনের অ্যাপস ব্যবহার বন্ধ করুন। বেশ কিছু স্ট্রিমিং অ্যাপ রয়েছে, যেগুলো চালালে অতিরিক্ত ডেটা ব্যয় হয়। সেগুলো দেখতে চাইলে ওয়াই-ফাই ব্যবহার করুন।
ডেটা ব্যবহারের সীমারেখা নির্দিষ্ট করুন
স্মার্টফোনে ডেটা ব্যবহারের সীমারেখা নির্দিষ্ট করুন। দীর্ঘ মেয়াদে এটি করতে পারলে নিজেই লাভবান হবেন। একবার নতুন ডেটা প্যাক রিচার্জ করার পর বেঁধে দিন ডেটা লিমিট। এর ফলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট অনেকটা সাশ্রয় হবে।
ডেটা সেভার মুড অন করুন
সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে যাবে, তখনই আশার আলো জাগাবে ডেটা সেভার মুড। এই বিশেষ মুড আপনার স্মার্টফোনে একবার অন করে রাখলে যেকোনো অ্যাপের বেশি পরিমাণে ডেটা ব্যবহারের হার কমিয়ে দেবে।
অটো আপডেট বন্ধ রাখুন
আপনার স্মার্টফোনটিতে গুগল প্লে স্টোর থেকে সব ধরনের অ্যাপসের অটো আপডেট বন্ধ রাখুন। কিংবা কেবল ওয়াই-ফাইয়ের মাধ্যমে অ্যাপস আপডেট করার অপশনটি চালু রাখুন।
ইউটিউবের ডেটা সেভিং
ইউটিউব দেখার সময় বিপুল পরিমাণ ডেটা খরচ হয়ে থাকে। এই অ্যাপে থাকা বিশেষ ফিচার ব্যবহার করে ডেটা বাঁচানো সম্ভব। এ ক্ষেত্রে ইউটিউব অ্যাপের সেটিংসে গিয়ে জেনারেল ট্যাব ওপেন করুন এবং লিমিট মোবাইল ডেটা সিলেক্ট করুন। এর ফলে ডেটার অপচয় বন্ধ হবে।
ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন
গুগল ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন। এ জন্য ক্রোম ওপেন করে ওপরের ডান দিকের কোনার থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। তারপর সেটিংসে গিয়ে ডেটা সেভার সেট করুন।
ডেটা সেভ করতে অফলাইনে থাকা
মোবাইলের ডেটা সেভ করতে প্রয়োজনের বাইরে ডেটা অফ করে রাখুন। এ ছাড়া ব্যবহৃত অ্যাপগুলোর অটোমেটিক সিঙ্কিং বন্ধ করলেও ডেটা কম খরচ হবে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
২১ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ দিন আগে