Ajker Patrika

ঘূর্ণিঝড় রিমালে লন্ডভন্ড বরিশাল, দেয়ালধসে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৭ মে ২০২৪, ২০: ০৬
ঘূর্ণিঝড় রিমালে লন্ডভন্ড বরিশাল, দেয়ালধসে নিহত ২

ঘূর্ণিঝড় রিমালে লন্ডভন্ড হয়ে গেছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল। ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে গাছপালা পড়ে এবং দেয়ালধসে হতাহতের খবর পাওয়া গেছে। বরিশাল নগরের বিভিন্ন সড়কসহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থা অচল হয়ে পড়ায় থমকে গেছে যোগাযোগ। ঝড়ের কারণে আজ সোমবার বিকেলেও বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। 

সরেজমিন আজ দিনভর নগরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, পানিতে থইথই করছে নগর। বিশেষ করে নগরের নবগ্রাম রোড, বগুড়া রোড, গোরস্থান রোড, মুনশি গ্যারেজ, কাউনিয়া, লুৎফুর নহমান সড়ক ও নিউ সার্কুলার রোড পানিতে ডুবে গেছে। পানি প্রবেশ করেছে ঘরে ঘরে। নিম্নাঞ্চল রসুলপুর, পলাশপুর ও ভাটারখাল বস্তি পানিতে তলিয়ে যাওয়ায় খাবার ও পানি সংকট দেখা গেছে ওই সব এলাকায়। 

নগরের আমতলার রিকশাচালক আসাদুজ্জামান বলেন, ‘সারা দিনে টানা বর্ষণে রাস্তা তলিয়ে গেছে। মানুষ ঘর থেকে বের হতে পারছে না।’

নগরের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কীর্তনখোলা তীরের মিরাজ হোসাইন বলেন, ‘রোববার রাত থেকে পানিবন্দী। কেউ খোঁজ নিতে আসেনি।’

জানা গেছে, ঝড়ের তাণ্ডবে নগরীর রূপাতলীতে নির্মাণাধীন ভবনের দেয়ালধসে হোটেলমালিক লোকমান হোসেন ও শ্রমিক মোকছেদ নিহত হয়েছেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে নগরের রূপাতলী লিলি পেট্রলপাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক এসব তথ্য জানিয়েছেন। 

এদিকে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। নিউ সার্কুলার রোডের গৃহিণী মণি বেগম বলেন, ‘রোববার রাত থেকে বিদ্যুৎ নেই, তাই খাবার পানিও নেই। ঘরের সামনে পানি উঠেছে। কিন্তু দেখার কেউ নেই।’

নগরের প্যারারা রোডের বাসিন্দা সমাজ সেবক আনোয়ারুল হক বলেন, ‘রাত দেড়টায় বিদ্যুৎ গেছে। এ কারণে পানি নেই। কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না মোবাইল ও ইন্টারনেট অচল থাকায়।’ 

এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে নৌ চলাচল বন্ধ। বিআইডব্লউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন বলেন, ‘পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বশীর আহমেদ বলেন, ‘ঝড়ের পর বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত