শপথগ্রহণের আগেই নবনির্বাচিত ইউপি সদ্যসের মৃত্যু
একদিন আগেও যে বাড়িতে ছিল বিজয়ের উল্লাস, হাসি, আনন্দ, এক রাতের ব্যবধানেই সে বাড়িতেই এখন নেমেছে গভীর শোকের ছাঁয়া। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি হৃৎক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।