Ajker Patrika

চাঁপাইয়ে ওয়ার্ড সদস্য হতে ৪ আত্মীয়র লড়াই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ১৬
চাঁপাইয়ে ওয়ার্ড সদস্য হতে ৪ আত্মীয়র লড়াই

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক ওয়ার্ডে ইউপি সদস্য হতে চান চার নিকটাত্মীয়। দুটি পরিবার থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন এ চার প্রার্থী। এক পরিবারে রয়েছে চাচা-ভাতিজা, আরেক পরিবারে জামাই-শ্বশুর।

আরও অনেক মিল রয়েছে তাঁদের মধ্যে। চাচা-ভাতিজার বাড়ি একই গ্রামে। আবার জামাই-শ্বশুরের বাড়িও একই গ্রামে। এমন পারিবারিক ভোটের আমেজ বইছে নেজামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।

নেজামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওই চার প্রার্থী হলেন—গোসাইপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল খালেক ফিটু (৬০), তাঁর ভাতিজা সাফিউল আলম সেলিম (৩৮), কাজলকেশর গ্রামের বর্তমান ইউপি সদস্য তোসলিম উদ্দীন (৫০) এবং তাঁর আপন ভাইয়ের জামাই মো. আলী হোসেন (৪২)।

তাঁদের মধ্যে চাচা আব্দুল খালেক ফিটু ১৪ বছর এই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। আব্দুল খালেক ফিটু নাচোল উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ-বিষয়ক সম্পাদক। এ ছাড়া তিনি দীর্ঘদিন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল খালেক ফিটু। তাঁর আপন ভাতিজা সাফিউল আলম সেলিমের প্রতীক টিউবওয়েল। তিনি এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। চাচার বিরুদ্ধে ভোটে অংশ নিলেও চাচার মতোই তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন বলে জানা গেছে।

এদিকে কাজলকেশর গ্রামের বর্তমান ইউপি সদস্য তোসলিম উদ্দীন টানা ১১ বছর এই ওয়ার্ডের ইউপি সদস্য। প্রথমবার পরাজিত হলেও পরের দুবার নির্বাচনে জয়লাভ করেন তিনি। শ্বশুর তোসলিম উদ্দিনের প্রতীক ফুটবল। তাঁর জামাই আলী হোসেন এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর প্রতীক বৈদ্যুতিক পাখা।

স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, চাচা-ভাতিজা, জামাই-শ্বশুর ভোটে দাঁড়ালেও এখন পর্যন্ত কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়নি। সবাই নিজেদের মতো প্রচার চালাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে জনগণের কাছে ভোট প্রার্থনা করছেন। আমরা আশা করি, জমজমাট একটা লড়াই হবে।

উল্লেখ্য, কাজকেশর, গোসাইপুর, টিকইল, হরিরাপুর এই চার গ্রাম নিয়ে গঠিত নিজামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড। ২৬ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও ভোলাহাট উপজেলার ৪টি করে মোট ৮টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত