বিজয়ী ইউপি সদস্যের কান কেটে দিলেন পরাজিত প্রার্থী
মানিকগঞ্জের হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪,৫ ও ৬ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডের বিজয়ী প্রার্থীর ওপর পরাজিত প্রার্থী হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় বিজয়ী ইউপি সদস্যের কান কেটে গেছে। গতকাল শুক্রবার ভোরে ওই ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।