ভারতের খেলা দেখে ভনের খোঁচা, জবাবে কী বললেন ওয়াসিম
ওয়াসিম জাফর আর মাইকেল ভনের মধ্যে যে দারুণ খুনসুটি রয়েছে, সেটা তো সবারই জানা। আর যখন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলছে, তখন দুজনে কি চুপ করে থাকতে পারেন? লর্ডসে ভারত-ইংল্যান্ড রোমাঞ্চকর টেস্ট নিয়ে সামাজিক মাধ্যমে দুজনের মধ্যে চলেছে মজার গল্প।