ক্রীড়া ডেস্ক
লন্ডনের ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের আগে-পরে শুধু দুঃসংবাদ পাচ্ছে ইংল্যান্ড। কাঁধের চোটে পড়ে ছিটকে গেলেন ইংল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্রিস ওকস।
ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের বাকি অংশে ওকস খেলতে পারবেন না বলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ এক বিবৃতিতে জানিয়েছে। ইসিবি যখন তাঁর ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে, তখন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে এক ঘণ্টাও বাকি নেই। বাঁ কাঁধে যে চোট পেয়েছেন, সেটাই মূলত ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে ছিটকে দিয়েছে ওভাল টেস্ট থেকে।
লন্ডনের ওভালে গতকাল শুরু হয়েছে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। ভারতের প্রথম ইনিংসে ৫৭তম ওভারের ঘটনা। জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বলে করুণ নায়ার ড্রাইভ করেন। মিড অফ থেকে দৌড়ে গিয়ে ওকস বাউন্ডারি আটকেছেন ঠিকই, কিন্তু সীমানার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচানোর সময়ই ওকস বাঁ কাঁধে চোট পান। ওভাল টেস্টে আর তিনি খেলতে পারবেন কি না, সেটা নিয়ে গতকালই শঙ্কা জেগেছিল। ওকসের কাঁধে স্ক্যান করানো হয়েছিল গতকাল রাতেই। শেষ পর্যন্ত তিনি ছিটকেই গেলেন।
প্রথম দিনের খেলা শেষে সতীর্থ গাস অ্যাটকিনসন কথা বলেছিলেন ওকসের চোট নিয়ে। বিবিসি স্পোর্টকে অ্যাটকিনসন বলেছিলেন, ‘তাঁর লক্ষণ ভালো মনে হচ্ছে না। যদি তিনি এই ম্যাচে ফের খেলতে নামেন, তাহলে অনেক অবাক হব।’ ওকস ছিটকে যাওয়ায় এখন জশ টাঙ, অ্যাটকিনস, ওভারটন—এই তিন পেসারই এখন ইংল্যান্ডের বোলিংয়ের দায়িত্বে। কারণ, স্টোকস ছিটকে যাওয়ায় তাঁর বোলিংটা পাচ্ছে না ইংল্যান্ড। এমনকি ওভাল টেস্টের একাদশে নেই জফরা আর্চারও। স্টোকসের পরিবর্তে ওভালে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন ওলি পোপ।
ওভালে টস জিতে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক পোপ। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে টস হেরে প্রথমে ব্যাটিং করা ভারত ৬৪ ওভারে ৬ উইকেটে ২০৪ রান তুলেছে। মাঠ ছাড়ার আগে ওকস ১৪ ওভার বোলিং করে নিয়েছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুলের উইকেট। ওকস খরচ করেছেন ৪৬ রান। দুটি করে উইকেট নিয়েছেন টাঙ ও অ্যাটকিনসন।
লন্ডনের ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের আগে-পরে শুধু দুঃসংবাদ পাচ্ছে ইংল্যান্ড। কাঁধের চোটে পড়ে ছিটকে গেলেন ইংল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্রিস ওকস।
ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের বাকি অংশে ওকস খেলতে পারবেন না বলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ এক বিবৃতিতে জানিয়েছে। ইসিবি যখন তাঁর ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে, তখন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে এক ঘণ্টাও বাকি নেই। বাঁ কাঁধে যে চোট পেয়েছেন, সেটাই মূলত ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে ছিটকে দিয়েছে ওভাল টেস্ট থেকে।
লন্ডনের ওভালে গতকাল শুরু হয়েছে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। ভারতের প্রথম ইনিংসে ৫৭তম ওভারের ঘটনা। জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বলে করুণ নায়ার ড্রাইভ করেন। মিড অফ থেকে দৌড়ে গিয়ে ওকস বাউন্ডারি আটকেছেন ঠিকই, কিন্তু সীমানার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচানোর সময়ই ওকস বাঁ কাঁধে চোট পান। ওভাল টেস্টে আর তিনি খেলতে পারবেন কি না, সেটা নিয়ে গতকালই শঙ্কা জেগেছিল। ওকসের কাঁধে স্ক্যান করানো হয়েছিল গতকাল রাতেই। শেষ পর্যন্ত তিনি ছিটকেই গেলেন।
প্রথম দিনের খেলা শেষে সতীর্থ গাস অ্যাটকিনসন কথা বলেছিলেন ওকসের চোট নিয়ে। বিবিসি স্পোর্টকে অ্যাটকিনসন বলেছিলেন, ‘তাঁর লক্ষণ ভালো মনে হচ্ছে না। যদি তিনি এই ম্যাচে ফের খেলতে নামেন, তাহলে অনেক অবাক হব।’ ওকস ছিটকে যাওয়ায় এখন জশ টাঙ, অ্যাটকিনস, ওভারটন—এই তিন পেসারই এখন ইংল্যান্ডের বোলিংয়ের দায়িত্বে। কারণ, স্টোকস ছিটকে যাওয়ায় তাঁর বোলিংটা পাচ্ছে না ইংল্যান্ড। এমনকি ওভাল টেস্টের একাদশে নেই জফরা আর্চারও। স্টোকসের পরিবর্তে ওভালে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন ওলি পোপ।
ওভালে টস জিতে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক পোপ। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে টস হেরে প্রথমে ব্যাটিং করা ভারত ৬৪ ওভারে ৬ উইকেটে ২০৪ রান তুলেছে। মাঠ ছাড়ার আগে ওকস ১৪ ওভার বোলিং করে নিয়েছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুলের উইকেট। ওকস খরচ করেছেন ৪৬ রান। দুটি করে উইকেট নিয়েছেন টাঙ ও অ্যাটকিনসন।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৯ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
১১ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১৩ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৬ ঘণ্টা আগে