আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তর্কে জড়াব না, হলফনামায় ব্রাজিল–সমর্থক
`আমি আব্দুল্লাহ আল বাকী, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকার মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, ততোদিন আর্জেন্টিনা দলের কোন সমর্থক এর সাথে তর্কে জড়াবো না।' কারণও উল্লেখ করেছেন তিনি—'কারন, ওরা কোন যুক্তিই বুঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা। খেলায়