Ajker Patrika

মেসিকে গাড়ি উপহার দিয়েছেন নেইমার?

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২: ৪২
মেসিকে গাড়ি উপহার দিয়েছেন নেইমার?

একটি গাড়ির সামনে দেখা যাচ্ছে ব্রাজিল ফুটবল তারকা নেইমারকে। ছবি দেখেই ধারণা করা যাচ্ছে, তিনি হেঁটে যাচ্ছেন, অনেকটা ফ্যাশান শোর র‍্যাম্পে হাঁটার মতো করে। এমন একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখা হচ্ছে, মেসিকে নেইমার গাড়ি উপহার দিয়েছেন।

গতকাল কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের হারের পর থেকেই ফেসবুকে এই ছবি ঘুরে বেড়াচ্ছেপোস্টগুলোয় লেখা হচ্ছে, ‘সম্প্রতি মেসির খুশির জন্য নিজের গাড়ি মেসিকে দিয়ে দেওয়ার ঘোষণা দিলো নেইমার। নেইমার জানিয়েছে তারা হেরেছে বলে তাদের মন এতটাও শক্ত নয় যে আর্জেন্টাইনদের এই জিত তারা সেলিব্রেশন করবে না। নিজের সখের গাড়ি মেসিকে দিয়ে দেওয়ার মাধ্যমেই মেসির খুশিতে নিজের খুশি খুঁজে পেয়েছেন নেইমার।’

গতকাল কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের হারের পর থেকেই ফেসবুকে এই ছবি ঘুরে বেড়াচ্ছে।

রিভার্স সার্চে ৫৮টি ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়

ফ্যাক্টচেক
নেইমারের পেছনে যে গাড়িটি দেখা যাচ্ছে, সেটি মরক্কোর লারাকি এপিটোম কোম্পানির। রিভার্স সার্চ টুলসে অনুসন্ধান করে ৫৮টি ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়, যার কোনোটিতেই গাড়িটির সঙ্গে নেইমারের ওই ছবি নেই। সার্চ কমান্ডে ওল্ডেস্ট ক্যাটাগরি নির্ধারণ করলে জানা যায়, ২০১৩ সালে ম্যাড ফর হুইলস নামের ওয়েবসাইটে ছবিটি প্রথম প্রকাশিত হয়। ২০১৪ সালেও অনেকগুলো ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়।

গাড়ির সঙ্গে নেইমারের ছবিটি আলাদা করে রিভার্স সার্চ করলে দেখা যায়, ছবিটি ২০১৮ সালে প্যারিসে অনুষ্ঠিত একটি ফ্যাশান শোতে তোলা।

২০১৮ সালে প্যারিসে অনুষ্ঠিত ফ্যাশান শোতে নেইমারের এই ছবি সম্প্রতি ব্যবহার করা হচ্ছে২০১৯ সালে হক্সন নামের একটি ইউটিউব চ্যানেলে নেইমার কার কালেকশন শিরোনামের একটি ভিডিও প্রকাশ করা হয়, যার থাম্বনেইলের ছবিটি তৈরি করা হয় ওই গাড়ির ছবির সঙ্গে নেইমারের ছবি জুড়ে।

অর্থাৎ, নেইমারের ছবির সঙ্গে গাড়ির ছবি সম্পাদনা করে ছবিটি বানানো হয়েছে।

আসল ছবি (বাঁয়ে), সম্পাদনা করা ছবি (ডানে)গতকাল খেলার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেসিকে নেইমারের গাড়ি উপহার দেওয়ার তথ্য কোনো সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

সিদ্ধান্ত
মেসিকে নেইমার ছবির ওই গাড়িটি উপহার দিয়েছেন, তথ্যটি বিভ্রান্তিকর। ছবিটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত