প্রতিনিধি, রামু (কক্সবাজার)
কক্সবাজার জেলার রামুতে ব্রাজিল দলের একজন সমর্থক বিষপান করেছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। প্রথমে ধারণা করা হয়েছিল কোপায় ব্রাজিলের হারের কারণেই তিনি বিষপান করেছেন। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরলে তিনি জানান, ব্রাজিলের হারের জন্য নয়, ব্যক্তিগত কারণে তিনি বিষ পান করেছেন।
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে মো. কামাল (২০) বিষপান করেন। আজ সকালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়ার পরপর এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে এই ধারণা জন্মে যে, তিনি ব্রাজিলের পরাজয়ের কারণেই বিষপান করেছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা কামালকে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রামু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. এফাজুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষপানকারী ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তাঁর পাকস্থলীতে যাতে বিষক্রিয়া ছড়িয়ে না যায়, সেই ব্যবস্থা করা হয়েছে।
শুরুতে ধারণা করা হয়েছিল, ব্রাজিলের পরাজয়ের কারণেই দলটির সমর্থক কামাল বিষপান করেছেন। কামালকে হাসপাতালে নিয়ে আসা তাৎক্ষণিক নাম না জানা কয়েকজন যুবক হাসপাতালের ইমার্জেন্সি'র দায়িত্বে থাকা রুমেল বড়ুয়া'কে বলেছিলেন, ‘কামাল ব্রাজিলের কট্টর সমর্থক। আজ সকালে সে গোপনে বিষপান করে। হঠাৎ আমরা তাঁকে ছটফট করতে দেখে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসি।’
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফেরে কামালের। পরে তিনি জানান, কোপার ফাইনালে আর্জেন্টিনার কাছে ব্রাজিলের পরাজয়ের কারণে নয়, ব্যক্তিগত কারণে তিনি বিষপান করেছেন।
কক্সবাজার জেলার রামুতে ব্রাজিল দলের একজন সমর্থক বিষপান করেছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। প্রথমে ধারণা করা হয়েছিল কোপায় ব্রাজিলের হারের কারণেই তিনি বিষপান করেছেন। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরলে তিনি জানান, ব্রাজিলের হারের জন্য নয়, ব্যক্তিগত কারণে তিনি বিষ পান করেছেন।
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে মো. কামাল (২০) বিষপান করেন। আজ সকালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়ার পরপর এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে এই ধারণা জন্মে যে, তিনি ব্রাজিলের পরাজয়ের কারণেই বিষপান করেছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা কামালকে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রামু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. এফাজুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষপানকারী ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তাঁর পাকস্থলীতে যাতে বিষক্রিয়া ছড়িয়ে না যায়, সেই ব্যবস্থা করা হয়েছে।
শুরুতে ধারণা করা হয়েছিল, ব্রাজিলের পরাজয়ের কারণেই দলটির সমর্থক কামাল বিষপান করেছেন। কামালকে হাসপাতালে নিয়ে আসা তাৎক্ষণিক নাম না জানা কয়েকজন যুবক হাসপাতালের ইমার্জেন্সি'র দায়িত্বে থাকা রুমেল বড়ুয়া'কে বলেছিলেন, ‘কামাল ব্রাজিলের কট্টর সমর্থক। আজ সকালে সে গোপনে বিষপান করে। হঠাৎ আমরা তাঁকে ছটফট করতে দেখে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসি।’
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফেরে কামালের। পরে তিনি জানান, কোপার ফাইনালে আর্জেন্টিনার কাছে ব্রাজিলের পরাজয়ের কারণে নয়, ব্যক্তিগত কারণে তিনি বিষপান করেছেন।
পিরোজপুরের মঠবাড়িয়ায় আরিফুল ইসলাম নামের এক তরুণকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
৩৭ মিনিট আগেটঙ্গীতে আগুনে ক্ষতিগ্রস্ত রাসায়নিক গুদাম থেকে নির্গত গ্যাস মানবদেহের জন্য খুবই ক্ষতিকর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘটনাস্থলে ১০০ মিটারের মধ্যে জনসাধারণের চলাচলে সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে শেখ হাসিনার প্রতিকৃতি ও ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ‘দ্য রেড জুলাই’ নামের এক সংগঠন।
১ ঘণ্টা আগেরাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবার উদ্বেগ জানিয়েছেন বেগম বদরুন্নেসা সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বকশীবাজারে কলেজের সামনের রাস্তায় স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচিতে এ উদ্বেগ জানান তাঁরা।
১ ঘণ্টা আগে