Ajker Patrika

মেসির সঙ্গে শিরোপা উদ্‌যাপনের তর সইছে না তাঁর স্ত্রীর

আপডেট : ১১ জুলাই ২০২১, ১৬: ৪২
মেসির সঙ্গে শিরোপা উদ্‌যাপনের তর সইছে না তাঁর স্ত্রীর

অবশেষে দেশের হয়ে আন্তর্জাতিক শিরোপা জিতেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনারা ভক্ত–সমর্থক শুধুই নয়, ফুটবল রোমান্টিকদের বড় অংশ চেয়েছে কোপার ফাইনাল আর্জেন্টিনা জাদুকরের হাতেই যেন ওঠে শিরোপা। ব্রাজিলকে কোপার ফাইনালে ১-০ গোলে হারিয়ে লিওনেল মেসির স্ত্রী আন্তেল্লো রোকুজ্জেও বলেছেন, যোগ্য মানুষের হাতেই উঠেছে শিরোপা। 

আকাশি সাদা জার্সিতে শিরোপা জিততে না পারার আক্ষেপ ক্যারিয়ারজুড়েই বয়ে বেড়িয়েছেন মেসি। আর্জেন্টাইন জাদুকরের শিরোপা জয়ের এই আক্ষেপ, এই বেদনা, এই তাড়না সবচেয়ে কাছ থেকে দেখেছেন তাঁর স্ত্রী আন্তেল্লো রোকুজ্জে। মেসির সঙ্গে আন্তর্জাতিক শিরোপা উদযাপনের স্বপ্ন দেখে এসেছেন তিনিও। আজ কোপা জয়ের পর রোকুজ্জে বলেছেন, ‘আমরা এখন চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা এগিয়ে যাও। ভালোবাসা এগিয়ে যাও। এত দিন ধরে যা স্বপ্ন দেখেছ, অবশেষে তা পেয়েছ। তুমি সত্যিই শিরোপা জেতার যোগ্য দাবিদার। তোমাকে দেখতে আর একসঙ্গে উদ্‌যাপনের জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না!’ 

জৈব সুরক্ষাবলয়ের কারণে পুরো কোপা আমেরিকাজুড়ে পরিবারকে ছাড়া থাকতে হয়েছে লিওনেল মেসিকে। তবে মাঠের খেলায় এটি খুব একটা প্রভাব ফেলেনি। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে দলকে তুলেছিলেন ফাইনালে। অবশেষে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে আর্জেন্টিনাকে এনে দিলেন আন্তর্জাতিক শিরোপা। ফাইনালে জয়ের পর মেসি যখন সতীর্থদের নিয়ে উল্লাসে মেতেছেন, তখন স্বামীর এমন স্বপ্নপূরণের দিনে আনন্দে আত্মহারা প্রিয়তমা স্ত্রী রোকুজ্জে। সামাজিক যোগাযোগমাধ্যমে রোকুজ্জে লিখেছেন, যোগ্য ব্যক্তি হিসেবেই শিরোপা জিতেছেন মেসি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত