বাংলার হাল
বেশ আগে কলকাতার এক এফএম বেতার স্টুডিওতে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন কবীর সুমন। আধুনিক যন্ত্রপাতিতে শোভিত, কম্পিউটারচালিত স্টুডিও। সাক্ষাৎকারটি ছিল লাইভ। অনুষ্ঠান শেষ হলে যখন ফিরে আসছেন কবীর সুমন, তখন বেতারের এক কর্মকর্তা এগিয়ে এলেন তাঁর দিকে। বললেন, ‘শ্রোতাদের উদ্দেশে একটা শুভেচ্ছাবার্তা রেকর্ড করে দি