Ajker Patrika

নাম রহস্য

সম্পাদকীয়
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১২: ২১
নাম রহস্য

মুর্তজা বশীরের জন্ম হয়েছিল ঢাকার বর্তমান ব্রিটিশ কাউন্সিলের উত্তর দিকের একটি বাড়িতে। জন্মের দুদিন আগে মাতৃগর্ভ থেকে তাঁর হাত বাইরে বেরিয়ে এসেছিল। চিকিৎসকেরা প্রসূতির জীবন রক্ষার্থে শিশুটিকে মেরে ফেলার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু মা মরগুবা খাতুন দুদিন-দুরাত না শুয়ে, শুধু বসে বা ঠায় দাঁড়িয়ে থেকে সব যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছিলেন যে শিশুটিকে, তার নাম রাখা হয়েছিল আবুল খয়র মুর্তজা বশীরুল্লাহ।

শৈশবে তিনি ছিলেন ডানপিটে, অহংকারী, গর্বিত, দুর্বিনীত। একদিন এক লোক তাঁকে বললেন, ‘শোনো খোকা, তোমার বেয়াদপিতে কেউই কটু কথা বলে না কেন, জানো? তাহলে তোমার বাবাকেই বলা হলো। তাঁর মৃত্যুর পর কেউ তোমাকে পুছবে না।’

এককথায় সব অহংকার কোথায় ভেসে গেল!

ক্লাস টেনে পড়ার সময় কারও অভিযোগের ভয়ে বাড়ি থেকে পালিয়ে লক্ষ্ণৌ গেলেন। ভালো লাগল না বলে ফিরে এলেন। বাবা ড. মুহম্মদ শহীদুল্লাহ তখন জিজ্ঞেস করলেন, ‘কোথায় গিয়েছিলে?’

মার খাওয়ার ভয় ছিল বশীরের। তিনি মিনমিনে গলায় বললেন, ‘লক্ষ্ণৌ।’

বিরক্ত হয়ে বাবা বললেন, ‘আগ্রায় গিয়ে তাজমহল তো দেখতে পারতে!’ কিছুক্ষণ চুপ করে বললেন, ‘এমিন্যান্ট আর ইমিন্যান্ট, প্রিনসিপাল আর প্রিনসিপল, নটোরিয়াস আর ফেমাস, গ্রামার বইতে পড়েছ না? শোনো, আইদার নটোরিয়াস অর ফেমাস, মাঝামাঝি কিছু তুমি হও, তা চাই না। ডোন্ট বি এ মিডিওকার।’

এ কথার পর ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে আবুল খয়র মুর্তজা বশীরুল্লাহ হয়ে টিকে থাকার ইচ্ছে মরে গেল তাঁর। নিজেই নিজের নাম ছেঁটে দিয়ে রাখলেন ‘মূর্তজা বশীর’।

বাবা সেটা মেনে নেননি অনেক দিন। পরে অবশ্য একদিন ছেলেকে বললেন, ‘মুর্তজা নামের বানানে ম-এর নিচে দীর্ঘ-উকার দাও কেন? মূর্খের বানানে ম-এর নিচে দীর্ঘ-উকার হয়। তুমি তো মূর্খ নও। তাই তুমি ম-তে লিখবে হ্রস্য-উকার।’

সেই থেকে তিনি মুর্তজা বশীর।

সূত্র: মুর্তজা বশীর, আমার জীবন ও অন্যান্য, পৃষ্ঠা ১১৯-১২১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত