Ajker Patrika

‘কী আমি শিক্ষা দেব?’

সম্পাদকীয়
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৩: ১৬
‘কী আমি শিক্ষা দেব?’

লিয়েফ তল্স্তোয় তাঁর প্রায় এগারো বছর বয়সের একটা কাহিনি শুনিয়েছেন ‘আমার স্বীকারোক্তি’ রচনায়। একটি ছেলে বেড়াতে এসেছিল লিয়েফদের বাড়িতে। পাবলিক স্কুলে সে একটা বিরাট আবিষ্কার করেছে। আবিষ্কারটা হলো, ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই।

কিন্তু তল্স্তোয় ধর্মবিশ্বাসের কাছে ধরা দেন একসময়। যিশুর নীতিতে বিশ্বাস স্থাপন করেন। আগে যা কামনা করতেন, তখন আর সেগুলো চান না, যেসব জিনিস আগে চাইতেন না, সেসব জিনিস চাইতে শুরু করেন।

লেখকদের সম্পর্কে একসময় তিনি যা লিখলেন, তা পড়ে কোনো লেখকই খুশি হবেন না। তিনি লিখেছিলেন, ‘আমার সাহিত্যিক সঙ্গীরা জীবন সম্পর্কে যে রায় দিয়েছেন তা এই যে, জীবন প্রগতির পথে এগিয়ে চলেছে এবং এই বিকাশমানতার ক্ষেত্রে আমরা সাহিত্যিকেরা প্রধান ভূমিকা পালন করে চলেছি। আমাদের কবি, শিল্পীদের কাজ হলো বিশ্বকে শিক্ষাদান করা এবং পাছে আমি এই স্বাভাবিক প্রশ্নটি জিজ্ঞাসা করি, “আমি কী এবং কী আমি শিক্ষা দেব?” সে জন্য আমাকে বোঝানো হলো যে সে কথা জানা আবশ্যক এবং শিল্পী ও কবি কেমন করে শিক্ষা দেন, তা না উপলব্ধি করেই শিক্ষা দিয়ে থাকেন। আমাকে সবাই একজন বিরাট শিল্পী ও শ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করত, কাজেই এই থিয়োরি যে আমি মেনে নেব, সেটা ছিল স্বাভাবিক। আমি একজন কবি, শিল্পী, কী বলার আছে, তা না জেনেই শিক্ষাদান করেছি। সে কাজের জন্য আমাকে প্রতিদান দেওয়া হয়েছে।...সাহিত্যের গুরুত্ব ও বিকাশমানতার প্রতি এই বিশ্বাস ছিল একটা ধর্ম এবং আমি ছিলাম তার একজন পুরোহিত।...কত দীর্ঘকাল আমি এই বিশ্বাস নিয়ে বেঁচে ছিলাম। এটা সত্য কি না, এক মুহূর্তের জন্যও সে সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করিনি।’

তল্স্তোয় সে অবস্থান থেকে সরে এসেছিলেন। কিন্তু জগৎ তাঁকে মনে রেখেছে সাহিত্যিক হিসেবে, ধর্মগুরু হিসেবে নয়।

সূত্র: ম্যাথু আর্নল্ড, লেভ তল্স্তোয়, আফ্রো-এশীয় লেখক ইউনিয়ন, পৃষ্ঠা ১৭৩–১৮০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত